• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

ঈদে স্টার সিনেপ্লেক্সে দৈনিক ৬৬টি শো, শীর্ষে ‘তাণ্ডব’

   ৭ জুন ২০২৫, ১২:৩৬ পি.এম.
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

বাংলা সিনেমার আধুনিকায়ন ও প্রেক্ষাগৃহে দর্শক ফেরানোর ক্ষেত্রে স্টার সিনেপ্লেক্স রাখছে বিশেষ ভূমিকা। বাণিজ্যিক থেকে শুরু করে বিকল্পধারার চলচ্চিত্র—সব ধরনের বাংলা সিনেমাকে নিয়মিত প্রদর্শনের মাধ্যমে দর্শকের সামনে তুলে ধরছে প্রতিষ্ঠানটি। প্রেক্ষাগৃহ সংকটের এই সময়ে স্টার সিনেপ্লেক্স বাংলা চলচ্চিত্রের জন্য আশীর্বাদ হয়ে উঠেছে। বিশেষ করে ঈদ মৌসুমে দর্শকের অন্যতম ভরসার নাম স্টার সিনেপ্লেক্স।

ঈদুল আজহার দিন থেকে স্টার সিনেপ্লেক্সের ৭টি শাখায় চলবে মোট ৭টি সিনেমা। এরমধ্যে ৫টি সিনেমা ই বাংলা। সিনেমাগুলো হচ্ছে- তাণ্ডব, ইনসাফ, উৎসব, নীলচক্র ও টগর। এছাড়া বাকি দুই সিনেমা হচ্ছে টম ক্রুজ অভিনীত হলিউড ছবি ‘মিশন ইম্পসিবল: ফাইনাল রিকনিং’ এবং অন্য আরেকটি ছবি ‘লিলো এন্ড স্টিচ’।

ঈদ উপলক্ষে স্টার সিনেপ্লেক্স ঘোষণা করেছে প্রদর্শনী তালিকা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের সাতটি শাখায় ঈদের দিন থেকে মোট ৬৬টি শো প্রদর্শিত হবে। এর মধ্যে ৬১টি শোতে চলবে বাংলা সিনেমা!

স্বভাবতই ঈদের বাংলা ছবিগুলোর মধ্যে শোয়ের বিচারেও এগিয়ে শাকিব খান, সাবিলা নূর ও জয়া আহসান অভিনীত রায়হান রাফীর ছবি ‘তাণ্ডব’। ঈদের দিন ‘তাণ্ডব’ প্রদর্শিত হবে স্টার সিনেপ্লেক্সের ৭টি শাখায়, সর্বমোট ২৮টি শো-তে।

এছাড়া শরীফুল রাজ, তাসনিয়া ফারিণ ও মোশাররফ করিম অভিনীত সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘ইনসাফ’ সিনেমাটি আছে পরের স্থানে, এই ছবিটি ঈদের দিনে সিনেপ্লেক্সে ১২টি শো চলবে। এর পরের স্থানেই আছে তানিম নূর পরিচালিত চরকি প্রযোজিত তারকাবহুল সিনেমা ‘উৎসব’। এই সিনেমাটি ঈদের দিনে ৯টি শো পেয়েছে।

আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী অভিনীত ‘নীলচক্র’র ৬টি শো প্রদর্শিত হবে। পূজা চেরী ও আদর আজাদ অভিনীত ‘টগর’ সিনেমাটি চলবে ৬টি শো-তে।

স্টার সিনেপ্লেক্সের যেসব শাখায় ছবিগুলো প্রদর্শিত হবে সেগুলো হলো: বসুন্ধরা সিটি, ধানমন্ডির সীমান্ত সম্ভার, এসকেএস টাওয়ার মহাখালী, মিরপুর সনি, উত্তরা, বিজয় সরণীর সামরিক জাদুঘর এবং চট্টগ্রাম (বালি আর্কেড)।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লতা মঙ্গেশকর: বাংলাদেশের প্রতি ছিল বিশেষ টান
লতা মঙ্গেশকর: বাংলাদেশের প্রতি ছিল বিশেষ টান
অস্কারে যাচ্ছে বাংলাদেশের ‘বাড়ির নাম শাহানা’
অস্কারে যাচ্ছে বাংলাদেশের ‘বাড়ির নাম শাহানা’
“গাজায় চলছে গণহত্যা: সান সেবাস্তিয়ানে জেনিফার লরেন্স”
“গাজায় চলছে গণহত্যা: সান সেবাস্তিয়ানে জেনিফার লরেন্স”