জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক
জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৭টায় এ জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। উপদেষ্টা পরিষদের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৩৫ হাজার মুসল্লি ঈদের নামাজে অংশ নেন।
নামাজ শেষে মুসল্লিরা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করেন।
মুসল্লিদের নিরাপত্তায় পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে। প্রবেশ ও বের হওয়ার জন্য ছিল আলাদা গেট। নারী মুসল্লিদের জন্য রাখা হয় পৃথক ব্লকে নামাজ আদায়ের ব্যবস্থা।
এদিকে, প্রতিবছরের মতো এবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হচ্ছে। প্রথম জামাত হয় সকাল ৭টায়। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম জামাত যথাক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
ভিওডি বাংলা/ডিআর
সাবেক এমপি পিন্টুর মৃত্যু নিয়ে যা বলছে কারা অধিদফতর
নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের দুইবারের সংসদ সদস্য (এমপি) ইফতিকার উদ্দিন তালুকদার …

নির্বাচনের জন্য প্রস্তুত সেনাবাহিনী: কর্নেল শফিকুল
জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্দেশনা পেলে মাঠে …

শিগগিরই জাতীয় নির্বাচনের ঘোষণা আসবে: আইন উপদেষ্টা
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করার …
