শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা


শেরপুর প্রতিনিধি
প্রায় ৫ মাস পর শেরপুর জেলা বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটির ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুন) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত দলীয় প্যাডে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করেন। এতে আহ্বায়ক করা হয়েছে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এবং সদস্য সচিব করা হয়েছে মামুনুর রশিদ পলাশকে।
এর আগে ২০২৪ সালের ৩ নভেম্বর জেলা বিএনপির কমিটি ভেঙে ৩ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটির আহ্বায়ক ছিলেন সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলী এবং সদস্য সচিব করা হয়েছিল সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে। এরপর গত ২২ জানুয়ারি ৩ সদস্যের ওই কমিটি প্রথমে স্থগিত ও পরবর্তীতে বাতিল ঘোষণা করে দ্রুত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে বলে কেন্দ্রীয় দলীয় সূত্রে বলা হয়।
বর্তমান ৪১ সদস্যের আহ্বায়ক কমিটিতে ৯ জন যুগ্ম আহ্বায়কের মধ্যে রয়েছেন মো. ফজলুর রহমান তারা, মো. শফিকুল ইসলাম মাসুদ, অ্যাডভোকেট আব্দুল মান্নান, আবু রায়হান রুপন, সাইফুল ইসলাম, কামরুল ইসলাম, ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা ও মোহাম্মদ ফাহিম চৌধুরী।
এ ছাড়া অন্যান্য সদস্যরা হলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, সাবেক আহ্বায়ক মো. হযরত আলী, সাইফুল ইসলাম স্বপন, আব্দুল আওয়াল চৌধুরী, হাতেম আলী, প্রফেসর নুরুল ইসলাম, আনোয়ার হোসেন ভিপি, ইসরাত জাহান পান্না, আকরামুজ্জামান রাহাত, আব্দুর রহিম দুলাল, অ্যাডভোকেট আশরাফুল নাহার রুবি, মো. মাহমুদুল হক দুলাল, মো. মহসিন কবির মুরাদ, মেজর (অব:) মাহমুদুল হাসান, এস এম শহিদুল ইসলাম, হাসানুর রেজা জিয়া, অ্যাডভোকেট সামিউল ইসলাম আতাহার, অ্যাডভোকেট মাজহারুল ইসলাম বাবু, ফজলুল চৌধুরী অকুল, শাহজাহান আকন্দ, হাবিবুর রহমান লিটন, আবু সুফিয়ান, জাফর আলী, আতাহার ইসলাম, প্রকৌশলী তৌহিদুর রহমান, মো. রমজান আলী, মো. আমিনুর ইসলাম শিপন, প্রফেসর শাহিনুর ইসলাম, মো. সাইফুল ইসলাম লিটন, মো. মাহবুবুর রশিদ ও মো. রেজাউল করিম রুমি।
ভিওডি বাংলা/ডিআর
দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকারের …

মেহরিন চৌধুরীর পরিবারকে সমবেদনা জানাল বিএনপি
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত …

এক বাক্সে ভোট দেওয়ার সিদ্ধান্তে একমত ইসলামী দলগুলো
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী দলগুলো একটি বাক্সেই ভোট দেবে—এমন …
