• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

পশুর হাটে অতিরিক্ত টাকা আদায়, আটক ১

   ৫ জুন ২০২৫, ০৫:০৮ পি.এম.
ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই বাজারে, কোরবানির পশুর হাটে সরকার নির্ধারিত ফি অমান্য করে, অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে । 
গোপন সংবাদের ভিত্তিতে, সেনাবাহিনী, উপজেলা প্রশাসন, পুলিশ ও আনসারের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হয়েছে।

বুধবার (৪ জুন ২০২৫) বিকালে অভিযানে ঘটনাস্থল থেকে একজন রশিদ লেখককে আটক করা হয়েছে এবং হাট ইজারাদারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নয়ন কুমার সাহা বলেন, “ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবর পেয়ে হাট ইজারাদার পালিয়ে গেলেও একজন রশিদ লেখককে আটক করা সম্ভব হয়েছে। সরকারি নির্ধারিত ফি উপেক্ষা করে অতিরিক্ত অর্থ আদায় একটি গুরুতর অপরাধ। এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে, যার সর্বোচ্চ শাস্তি ১৪ বছরের কারাদণ্ড হতে পারে ।”

তিনি আরও জানান, অভিযানে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা শাহআলম খন্দকার বাদী হয়ে হাট ইজারাদার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন।

এ প্রসঙ্গে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, “ঘটনার তদন্ত শেষে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়দের অভিযোগ, প্রতি কোরবানির মৌসুমেই হাট ইজারাদাররা অতিরিক্ত টাকা আদায় করে থাকেন। এতে সাধারণ ক্রেতা ও বিক্রেতারা ক্ষতিগ্রস্ত হন এবং হাটে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

এ ধরনের অনিয়ম প্রতিরোধে প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। তাঁরা হাট ব্যবস্থাপনায় নিয়মিত তদারকি এবং কঠোর আইন প্রয়োগের আহ্বান জানিয়েছেন।

ভিওডি বাংলা/মশিউর রহমান বিপুল /ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সলিমাবাদ ইউনিয়ন বিএনপির উদ্যোগে ছাতা বিতরণ
সলিমাবাদ ইউনিয়ন বিএনপির উদ্যোগে ছাতা বিতরণ
গণপিটুনিতে ইউপি সদস্য নিহত
গণপিটুনিতে ইউপি সদস্য নিহত
দুর্গাপুরের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষার্থীরা
দুর্গাপুরের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষার্থীরা