• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৯ জুন যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা

   ৪ জুন ২০২৫, ০৫:৫৭ পি.এম.
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি- পিআইডি

নিজস্ব প্রতিবেদক

আগামী সোমবার (৯ জুন) দ্বিপাক্ষিক সফরে যুক্তরাজ্য যাবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। চারদিনের সফর শেষে ১৪ জুন দেশে ফিরবেন তিনি।

বুধবার (৪ মে) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী।

যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক অনেক গভীর ও জটিল, সেই বিবেচনায় আসন্ন সফর খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি জানান, সফরে বৃটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এছাড়া বৃটিশ রাজা তৃতীয় চার্লসের সাথে বার্কিং হাম প‍্যালেসে সাক্ষাতও করবেন তিনি।

রুহুল আলম সিদ্দিকী আরও বলেন, লন্ডন সফরে পাচার হওয়া অর্থ ফেরানো নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন প্রধান উপদেষ্টা। তবে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম‍্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হবে কি না, সে বিষয়ে নিশ্চিতভাবে সরকারের কাছে কোনো তথ্য নেই।

এ বছর সম্মানজনক কিং চার্লস হারমনি অ‍্যওয়ার্ড পাচ্ছেন ড. ইউনূস। ১২ জুন বৃটিশ রাজা তার হাতে এ পুরস্কার তুলে দেবেন বলেও জানিয়েছেন ভারপ্রাপ্ত এই পররাষ্ট্র সচিব।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কৃষি খাত দখলের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: ফরিদা আখতার
কৃষি খাত দখলের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: ফরিদা আখতার
সরকারকে এক মাস সময় দিলেন শিক্ষকরা
সরকারকে এক মাস সময় দিলেন শিক্ষকরা
‘না’ ভোটে বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া
‘না’ ভোটে বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া