• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

বাস-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের

   ৪ জুন ২০২৫, ১২:১৩ পি.এম.
ছবি: সংগৃহীত

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন।এ সময় আহত হয়েছেন আরও চারজন। বুধবার সকাল সোয়া ৭টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের বাবলাতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরচর গ্রামের ইব্রাহীম সর্দার (৬০), ইব্রাহীমের ছেলে মনির সর্দার (৪০), তারা মিয়া শেখ (৫৫), ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের শরিফাবাদ গ্রামের মিজানুর রহমান (৫০)। নিহত অপরজনের পরিচয় জানা যায়নি।

নিহতদের স্বজন ও পুলিশ জানায়, সকালে গরু কিনতে শিবচর থেকে টেকেরহাটের উদ্দেশে মাহেন্দ্রতে রওনা দেয় তারা। এ সময় ভাঙ্গা বাবলাতলা নামক এলাকায় পৌঁছালে বাসের সঙ্গে সংঘর্ষে সড়ক থেকে ছিটকে পড়ে মাহেন্দ্র। এতে ঘটনাস্থলেই নিহত হন বাবা-ছেলেসহ চারজন।

খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও গুরুতর আহতদের উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন। আহত অপর চারজনকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

গরু কিনতে যাওয়ার সময় নিহতদের সঙ্গে প্রায় ১০ লাখ টাকা ছিল বলে জানিয়েছেন নিহত তারা মিয়ার ছেলে জাহিদুল ইসলাম। 

ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মিথুন জানান, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে চারজন ও হাসপাতালে আনার পর আরও একজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। তাদের ভাঙ্গা থেকে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তারা সবাই মাহেন্দ্রর যাত্রী ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান জানান, দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। মরদেহগুলো উদ্ধার করে হাইওয়ে থানায় আনা হচ্ছে। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বরগুনায় ডেঙ্গুর থাবা মৃত্যু ৫৪
বরগুনায় ডেঙ্গুর থাবা মৃত্যু ৫৪
গুইমারায় মেজরসহ সেনাবাহিনীর ১০ জন আহত
গুইমারায় মেজরসহ সেনাবাহিনীর ১০ জন আহত
খাগড়াছড়িত রামছু বাজারে উপজাতি সন্ত্রাসীদের আগুন
খাগড়াছড়িত রামছু বাজারে উপজাতি সন্ত্রাসীদের আগুন