• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

লালমনিরহাটে জি এম কাদেরের নামে হত্যাচেষ্টা মামলা

   ২ জুন ২০২৫, ০৫:১৫ পি.এম.
ছবি: সংগৃহীত

লালমনিরহাট প্রতিনিধি

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, তার স্ত্রী দলের প্রেসিডিয়াম সদস্য ও লালমনিরহাট জেলার সভাপতি শেরিফা কাদের, সাধারণ সম্পাদক জাহিদ হাসান লিমনসহ ১৯ জনের নাম উল্লেখ করে লালমনিরহাট সদর থানায় মামলা হয়েছে।

সোমবার (২ জুন) হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলাটি করেন খলিলুর রহমান নামে এক ব্যক্তি। এতে অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ২০-৩০ জনকে। লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নুর নবী মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

এজাহারে বাদী অভিযোগ করেন, ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হয়ে লালমনিরহাট শহরের নেছারিয়া কামিল মাদরাসা ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট হিসাবে দায়িত্ব পালন করেন তিনি। ভোট চলাকালে জি এম কাদেরসহ অন্যান্যদের নির্দেশে তাকে ভোটকেন্দ্রের বাইরে এনে মারধর ও হত্যাচেষ্টা করা হয়। সেই সময় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা গ্রহণ করেনি বলেও এজাহারে উল্লেখ করেন বাদী খলিলুর রহমান।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারেক রহমানের প্রত্যাবর্তনে গণতন্ত্রের নতুন অধ্যায় শুরু: আলাল
তারেক রহমানের প্রত্যাবর্তনে গণতন্ত্রের নতুন অধ্যায় শুরু: আলাল
একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: দুদু
একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: দুদু
নির্বাচন নিয়ে জনগণের মধ্যে সংশয়: আবদুস সালাম
নির্বাচন নিয়ে জনগণের মধ্যে সংশয়: আবদুস সালাম