• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

ফের আলোচনায় শাকিব খান ও মিষ্টি জান্নাত

   ২ জুন ২০২৫, ০১:৪৪ পি.এম.
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক
গত বছর ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের তৃতীয় বিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়েছি নেটদুনিয়ায়। শাকিবের একাধিক ঘনিষ্ঠজনও জানিয়েছিলেন, এবার পরিবারের পছন্দে বিয়ে করবেন এই চিত্রনায়ক। আর শাকিবের জন্য খোঁজা হচ্ছে একজন ডাক্তার পাত্রী!

এরপরই আলোচনায় আসে চিত্রনায়িকা ও চিকিৎসক মিষ্টি জান্নাতের নামটি। সেসময় মিষ্টি নিজেও ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেন- শাকিবের সেই ডাক্তার পাত্রী তিনি। পরবর্তীতে বিষয়টি নিয়ে আসলে মজা করেছেন বলে গণমাধ্যমকে জানান এই চিত্রনায়িকা।

এবার আবারও দুজনকে নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে। যার উৎপত্তি একটি ফেসবুক পোস্টকে ঘিরে। গতকাল রবিবার রাতে মিষ্টি তার ফেসবুকে শাকিবের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা গেছে, কোনো একটি ফ্লাইটে একসঙ্গে কোথাও যাচ্ছেন তারা। ছবিগুলো দেখে আলোচনা হতো না, কারণ সহকর্মী হিসেবে একসঙ্গে যেতেই পারেন তারা।

তবে এবার আলোচনা শুরু ক্যাপশন নিয়ে। কারণ সেখানে তিনটি ভালোবাসার ইমোজি ও দুইবার ইংরেজিতে ‘লাভ’ লেখা রয়েছে। এরপর থেকেই শুরু আলোচনা। তিনটি লাভ সাইনের কারণে অনেকেই মনে করছেন শাকিবের জীবনে তৃতীয়জনের আত্মপ্রকাশ ঘটেছে। কেউ তো মন্তব্য করেই বসেছেন, ‘শাকিবের তিন নম্বর বউ!’ আবার অনেকেই জানিয়েছেন শুভ কামনাও।

তবে এ বিষয়ে কোনো উত্তরই দেননি মিষ্টি জান্নাত। এখন দেখার অপেক্ষা পরবর্তীতে বিষয়টি নিয়ে কী ব্যাখ্যা দেন তিনি।

ভিওডি বাংলা/ এমএইচ/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এই সম্মাননা বাংলা চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে নেওয়ার অনুপ্রেরণা যোগাবে
এই সম্মাননা বাংলা চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে নেওয়ার অনুপ্রেরণা যোগাবে
লতা মঙ্গেশকর: বাংলাদেশের প্রতি ছিল বিশেষ টান
লতা মঙ্গেশকর: বাংলাদেশের প্রতি ছিল বিশেষ টান
অস্কারে যাচ্ছে বাংলাদেশের ‘বাড়ির নাম শাহানা’
অস্কারে যাচ্ছে বাংলাদেশের ‘বাড়ির নাম শাহানা’