• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ

   ১ জুন ২০২৫, ০৯:০৪ এ.এম.
ছবি: সংগৃহীত

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট জেলা জাতীয় পার্টির কার্যালয়ে লুটপাট ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৩১ মে) রাত ১১টার দিকে লালমনিরহাট শহরের আলোরুপা মোড়ের জেলা জাতীয় পার্টির কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে ৫-৭টি মোটরসাইকেলে করে ১৪-১৫ জনের একটি দল আসে। তারা জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করে ভেতরে প্রবেশ করে লুটপাট চালায়। এরপর কিছু জিনিসপত্র বাইরে বের করে কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

পাশের মার্কেটের দোকানগুলো বাঁচাতে স্থানীয়রা দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে জাতীয় পার্টির কার্যালয় পুড়ে ছাই হয়ে যায়।

এদিকে খবর পেয়ে সেনাবাহিনী উপস্থিত হয়ে জাতীয় পার্টির কার্যালয় ঘিরে রাখে।

ঘটনাস্থলে আসা লালমনিরহাট পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে এসে দেখি অফিস পুড়ে ছাই হয়ে গেছে। কারা এ ঘটনা ঘটাতে পারে, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। তবে বিষয়টি দলীয় উচ্চ পর্যায়ে জানানো হয়েছে বলে জানান।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরনবী বলেন, ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি। কারা এ হামলা চালিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুরোনো দুর্গ ফিরে পেতে মরিয়া বিএনপি
পুরোনো দুর্গ ফিরে পেতে মরিয়া বিএনপি
প্রয়াত সাংবাদিক আরিফিন তুষারের পরিবারের পাশে রহমাতুল্লাহ
প্রয়াত সাংবাদিক আরিফিন তুষারের পরিবারের পাশে রহমাতুল্লাহ
কেন্দুয়া কলেজের ১১ শিক্ষকের বিরুদ্ধে ভুয়া সনদের অভিযোগ
কেন্দুয়া কলেজের ১১ শিক্ষকের বিরুদ্ধে ভুয়া সনদের অভিযোগ