• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি-জনতা

   ৩১ মে ২০২৫, ০৪:৫০ পি.এম.
ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন নিয়ে শুক্রবার রাতভর চলে উত্তেজনা। পুশইন ঠেকাতে প্রায় এক কিলোমিটার সীমান্ত এলাকায় মানব দেয়াল তৈরি করে রাতভর পাহারা দেন শতশত গ্রামবাসী। এ সময় বিজিবি ও আনসার ভিডিপির সদস্যদেরও কঠোর অবস্থানে থাকতে দেখা যায়। 

শুক্রবার (৩০ মে) রাতে কচাকাটা থানার কেদার ইউনিয়নের শোভারকুটি ও শিপেরহাট সীমান্তে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানান, শুক্রবার রাত ৮টা থেকে ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার গোলকগঞ্জ থানার বিএসএফ সদস্যরা শোভারকুটি শিপেরহাট সীমান্তে দুটি পিকআপ ভ্যানে প্রায় ৫০ জনেরও বেশি নাগরিককে বাংলাদেশর সীমান্ত লাগোয়া ভারতের ফেইসকারকুটি গ্রামের একটি স্কুলে পুশইন করার জন্য জড়ো করে।

এরপর বিএসএফ সদস্যরা ওই সীমান্তের ভারতীয় লাইটগুলো বন্ধ করে দিয়ে তাদেরকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করে। কিন্তু এ খবর পাহারায় থাকা বিজিবি, আনসার ও স্থানীয় জনতা টের পেয়ে সীমান্তে কঠোর অবস্থান নেয়।

বাংলাদেশ ও ভারতের এ সীমান্তে একদিকে বিজিবি অপরদিকে বিএসএফ অবস্থান নেয়। পরে বিএসএফ শনিবার ভোররাতে বিজিবির সদস্যদের সাথে কয়েক দফা কথা বলতে চাইলে বিজিবি তা প্রত্যাখ্যান করে। ফলে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ হয়। 
 
কুড়িগ্রাম-২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব উল হক জানান, পুশইনের খবরে আনসার সদস্যদের নিয়ে বিজিবি রাতভর কঠোর অবস্থানে ছিল। ফলে পুশইন চেষ্টা ব্যর্থ হয়। এখনও বিজিবি সদস্যরা সতর্কতার সঙ্গে ওই সীমান্তে অবস্থান নিয়েছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামায়াত নেতার বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ
জামায়াত নেতার বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ
বরগুনায় ডেঙ্গুর থাবা মৃত্যু ৫৪
বরগুনায় ডেঙ্গুর থাবা মৃত্যু ৫৪
গুইমারায় মেজরসহ সেনাবাহিনীর ১০ জন আহত
গুইমারায় মেজরসহ সেনাবাহিনীর ১০ জন আহত