• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পিছিয়ে গেল বিএনপি মহাসচিবের দেশে ফেরা

   ৩১ মে ২০২৫, ১০:১৭ এ.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

চিকিৎসা শেষে আগামী ১ জুন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঢাকায় ফেরার কথা থাকলেও তা পিছিয়ে গেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তিনি দেশে ফিরবেন আরও এক সপ্তাহ পর।

শুক্রবার (৩০ মে) এ তথ্য নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।  

তিনি জানান, শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে থাইল্যান্ডের ব্যাংককে রুটনিন আই হসপিটালের চিকিৎসকদের পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও চিকিৎসার জন্য বর্তমানে থাইল্যান্ডেই আছেন। দেশটির রাজধানী ব্যাংককের বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। আগামী ৪ জুন ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

দলের শীর্ষ দুই নেতার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্ত্রীর স্মৃতিচারণে যেমন ছিলেন শফিউল বারী বাবু
স্ত্রীর স্মৃতিচারণে যেমন ছিলেন শফিউল বারী বাবু
গোটা জাতি হাসিনার বিচার চায়- মির্জা ফখরুল
গোটা জাতি হাসিনার বিচার চায়- মির্জা ফখরুল
নির্বাচন পিছিয়ে দিতে সরকার একাধিক ষড়যন্ত্র করছে: আবদুস সালাম
নির্বাচন পিছিয়ে দিতে সরকার একাধিক ষড়যন্ত্র করছে: আবদুস সালাম