• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

তারেক রহমানের কাছে অভিযোগ

সাংবাদিককে বিএনপি নেতা রিয়াজুল হান্নানের হুমকি

   ২৯ মে ২০২৫, ০৬:২১ পি.এম.
ছবি: সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে বিএনপি নেতার হুমকিতে আতঙ্কিত এক সাংবাদিক জীবনের নিরাপত্তা চেয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে অভিযোগ করেছেন। ভুক্তভোগী সাংবাদিকের নাম মাহমুদুল হাসান।তিনি কালের কণ্ঠ পত্রিকার মাল্টিমিডিয়া বিভাগের গাজীপুর প্রতিনিধি।

লিখিত অভিযোগে তিনি বলেন, ‘সত্য সংবাদ প্রকাশ করায় কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি প্রয়াত বিএনপি নেতা আ স ম হান্নান শাহ্ এর ছোট ছেলে শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজের চক্ষুশূলে পরিণত হয়েছি। ফোনসহ বিভিন্নভাবে তিনি আমাকে হুমকি-ধামকি দিচ্ছেন। তার হুমকিতে আমি আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছি।’

অভিযোগে সাংবাদিক মাহমুদুল হাসান বলেন, ‘সম্প্রতি রিয়াজুল হান্নানের নির্দেশে উপজেলা বিএনপির প্রবীণ ও ত্যাগী নেতৃবৃন্দের ওপর হামলার ঘটনা ঘটে। এসময় সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের উপরও হামলা করে রিয়াজের সন্ত্রাসী বাহিনী। এতে একজন চিত্র সাংবাদিক গুরুতর আহতসহ কমপক্ষে ১২ জন সাংবাদিক আহত হয়। এছাড়া গত ৫ আগস্টের পর থেকে বিএনপির নাম ভাঙ্গিয়ে জমি দখল, চাঁদাবাজি, হত্যাসহ এমন কোনো অপকর্ম নেই যা রিয়াজ ও তার লোকজন করেনি। এতে করে সাধারণ মানুষের মধ্যে বিএনপি নিয়ে খারাপ ধারণা তৈরি হয়েছে। সরেজমিনে তদন্ত করলে যার সত্যতা মিলবে। এসব নিয়ে নিউজ করার কারণে রিয়াজুল হান্নান হুমকি দিচ্ছেন।’

অভিযোগে তিনি বলেন, ‘আমি মনে করি বিএনপি সব সময় স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী এবং সাংবাদিক বান্ধব একটি দল। সেই দলের একজন নেতা সাংবাদিককে হুমকি দিয়ে পুরো দলের বদনাম করবে এটা কোনভাবেই কাম্য নয়। আর আমি বিশ্বাস করি কোনো ব্যক্তির অপকর্মের দায় বিএনপি কখনো নিবে না। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমার আকুল আবেদন, আমাকে হুমকি প্রদানকারী রিয়াজের বিরুদ্ধে তদন্ত করে যেন কঠোর ব্যবস্থা নেয়া হয় এবং আমার জীবনের নিরাপত্তা দেয়া হয়।’

এদিকে এ ব্যাপারে বক্তব্য জানার জন্য মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে শাহ রিয়াজুল হান্নানের ফোন রিসিভ হয়নি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় সাবেক শিল্পমন্ত্রীর মৃত্যু
ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় সাবেক শিল্পমন্ত্রীর মৃত্যু
হাসপাতালে লাইফ সাপোর্টে তোফায়েল আহমেদ
হাসপাতালে লাইফ সাপোর্টে তোফায়েল আহমেদ
১ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি বিএনপির
১ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি বিএনপির