লক্ষাধিক জমায়েতের প্রস্তুতি
কিশোরগঞ্জে ২০ বছর পর জামায়াতের কর্মী সম্মেলন


কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ৩১ মে কর্মী সম্মেলন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শেখা। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
বৃহস্পতিবার (২৯ মে ) সকালে জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে কর্মী সম্মেলন উপলক্ষ্যে সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী।
বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ ২০ বছর পর কিশোরগঞ্জে খোলা মাঠে কর্মী সম্মেলন হতে যাচ্ছে। কিশোরগঞ্জের কর্মী সম্মেলনে লক্ষাধিক লোক সমাগমের টার্গেট নেয়া হয়েছে। ইতোমধ্যে কর্মী সম্মেলন উপলক্ষ্যে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে। লিফলেট বিতরণ, মাইকিং এবং ওয়ার্ড, ইউনিয়ন, থানা ও পৌরসভা পর্যায়ে প্রস্তুতি সভা করা হয়েছে। হচ্ছে মিছিল-মিটিং। আগামীর বাংলাদেশ হবে শান্তিময় ও সন্ত্রাস মুক্ত হবে কর্মী সম্মেলনের মাধ্যমে এমনটাই জানান দেয়া হবে।
কর্মী সম্মেলন সকাল ৯টায় শুরু হয়ে শেষ হবে দুপুরে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কমিটির প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. মাওলানা সামিউল হক ফারুকী, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
এ কর্মী সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখা।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ডা. কর্নেল (অব.) জেহাদ খান, জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির মোসাদ্দেক আলী ভূঁইয়া, ঢাকা মহানগর উত্তর জামায়াতের মজলিসে শুরা সদস্য অ্যাডভোকেট মো. রোকন রেজা শেখ, জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি শামসুল আলম সেলিম, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন, সদর জামায়াতে ইসলামী আমির কারী নজরুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/ওমর সিদ্দিক রবিন/ডিআর
ক্ষমতার লোভে জুলাইকে বিক্রি করা যাবে না- রাশেদ প্রধান
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান …

ফেব্রুয়ারিতে নির্বাচন হলে দ্বিধা কেটে যাবে: মির্জা ফখরুল
রাষ্ট্র সংস্কারের মৌলিক বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যকে ‘ইতিবাচক’ বলে মন্তব্য …

জুলাই সনদ একটি ঐতিহাসিক অঙ্গীকারনামা : সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, এই সনদ আসলে …
