দেশে আসো না কেন ‘ভিউ ব্যবসায়ী’ বিপ্লবীরা: নুর


নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশর বিভিন্ন ইস্যুতে কথা বলায় বিদেশে অবস্থানরত বাংলাদেশি অনলাইন অ্যাক্টিভিস্ট ও ইউটিউবারদের কঠোর সমালোচনা করেছেন গণ-অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নুর। শুক্রবার (২৯ মে) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
পোস্টে তিনি বলেন, এখন তো হাসিনা বা লীগ ক্ষমতায় না। তো তোমাদের এতো দেশপ্রেম, তোমরা দেশে আসো না কেন বিপ্লবি ভিউ ব্যবসায়ী বাটপাররা?
তিনি আরও বলেন, আমরা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথের সংগ্রামে থেকেছি, কারাবরণ করেছি আর তোমরা? গোয়েন্দা সংস্থার সাথে আপোষ করে নিরাপদে দেশ থেকে বিদেশ গিয়ে রাজনৈতিক আশ্রয় নিয়ে ভিডিও বানিয়েছো, ভিউকে কাজে লাগিয়ে চটকদার কথা বলে ফেসবুক-ইউটিউব থেকে ডলারও কামিয়েছো, আবার বিভিন্ন মানুষ থেকে অর্থও নিয়েছো।
গণ-অধিকার পরিষদের সভাপতি বলেন, এতো দেশপ্রেম ও সততা আর বীরত্ব থাকলে দেশে আসো। ধান্দাবাজি পরিহার করে দেশের পরিবর্তনে কাজ কর।
ভিওডি বাংলা/ডিআর
ধানমন্ডি থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা লাভলু গ্রেপ্তার
রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ছাত্রলীগ নেতা মো. হৃদয় হাসান লাবলুকে …

দখলীয় নির্বাচন এ দেশের মানুষ আর গ্রহণ করবে না
জাতীয় সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে আনুপাতিক বা পিআর পদ্ধতিতে ভোটের …

এনসিপির শীর্ষ নেতারা মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে
শুধুমাত্র কক্সবাজারের ঘটনা নয় প্রতিনিয়ত এনসিপির শীর্ষ নেতারা মিডিয়া ট্রায়ালের …
