• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকার আদালতে অসুস্থ ও চলাফেরায় অক্ষম আসামিদের জন্য হুইলচেয়ার

   ২৮ মে ২০২৫, ০৩:৪৯ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
এখন থেকে অসুস্থ ও সাধারণভাবে চলাফেরায় অক্ষম আসামিরা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম) হুইলচেয়ার সুবিধা পাবেন। আজ বুধবার আসামিদের জন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় তিনটি হুইলচেয়ার দেওয়া হয়।

সকাল সাড়ে ৯টায় ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় সিএমএম মো. মোস্তাফিজুর রহমান ৩টি হুইলচেয়ার প্রদান করেন।

এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি (প্রসিকিউশন) মো. তারেক জুবায়ের, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান, মো. সেফাত উল্লাহ, মো. মিনহাজুর রহমান, ডিএমপির এডিসি (অ্যাডমিন-প্রসিকিউশন) মাঈন উদ্দিন চৌধুরী, এসি (প্রসিকিউশন) মো. মালিক নাজমুল হায়দার, এসি (অ্যাডমিন-প্রসিকিউশন) সৈয়দ মো. শহীদুল ইসলামসহ প্রসিকিউশন বিভাগের পুলিশ সদস্য ও বিচার বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হুইল চেয়ার দেওয়া প্রসঙ্গে সিএমএম মো. মোস্তাফিজুর রহমান বলেন, আন্তর্জাতিক মানবাধিকার ও মৌলিক অধিকার সমুন্নত রাখতে হাজতে আসা অসুস্থ আসামিদের আদালতে উপস্থাপনের প্রক্রিয়া সহজ করতে এসব হুইল চেয়ার বিশেষ ভূমিকা পালন করবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি (প্রসিকিউশন) মো. তারেক জুবায়ের বলেন, আদালতে পুলিশিং সেবা শতভাগ নিশ্চিত করতে অচল ও অসুস্থ আসামিদের জন্য হুইল চেয়ার সেবা একটি মাইলফলক। ভবিষ্যতে মানবাধিকার বিষয়ক যেকোনো সেবা নিশ্চিত করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১১০০ অস্ত্র উদ্ধার : ৯ দোকান কর্মচারী তিন দিনের রিমান্ডে
১১০০ অস্ত্র উদ্ধার : ৯ দোকান কর্মচারী তিন দিনের রিমান্ডে
পুলিশ হেফাজতে জনি হত্যা: হাইকোর্টের রায় আজ
পুলিশ হেফাজতে জনি হত্যা: হাইকোর্টের রায় আজ
সাবেক ডিএমপি কমিশনারসহ ৪ পলাতকের গ্রেপ্তারি পরোয়ানা
সাবেক ডিএমপি কমিশনারসহ ৪ পলাতকের গ্রেপ্তারি পরোয়ানা