• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাশিয়ায় ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে দেশে তলব

   ২৮ মে ২০২৫, ১০:৪২ এ.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

রাশিয়ার মস্কোয় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ফয়সাল আহমেদকে অবিলম্বে দেশে ফিরতে নির্দেশ দেওয়া হয়েছে। তাকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দিতে বলা হয়েছে।

কূটনৈতিক সূত্রের তথা অনুযায়ী, বিভিন্ন অভিযোগের কারণে দূতাবাসের মিনিস্টার পর্যায়ের এ কর্মকর্তাকে দেশে ফেরাতে মঙ্গলবার (২৭ মে) এ আদেশ জারি করা হয়।

রাষ্ট্রদূত হিসেবে কামরুল আহসান গত সেপ্টেম্বরে অবসরে যাওয়ার পর থেকে ফয়সাল আহমেদ ভারপ্রাপ্ত মিশন প্রধানের দায়িত্ব পালন করছিলেন।

পৃথক এক আদেশে গতকাল মঙ্গলবার মস্কো দূতাবাসের কাউন্সিলর (রাজনৈতিক) নিয়াজ মোর্শেদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করতে বলা হয়। এ আদেশ গতকালই কার্যকর হয়েছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লি‌বিয়া থে‌কে ১৬০ বাংলাদেশি দেশে ফিরছেন
লি‌বিয়া থে‌কে ১৬০ বাংলাদেশি দেশে ফিরছেন
পরিবহন ধর্মঘট প্রত্যাহার
পরিবহন ধর্মঘট প্রত্যাহার
৯ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
৯ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর