• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কিশোরগঞ্জ ইটনায়

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যাটারিচালিত অটোরিকশা চালকের

   ২৬ মে ২০২৫, ০২:২৭ পি.এম.

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

কিশোরগঞ্জের ইটনায় ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার মৃগা ইউনিয়নের প্রজারকান্দা গ্ৰামে এই ঘটনা ঘটে।

নিহত তোফায়েল মিয়া (১৮) প্রজারকান্দা গ্ৰামের বাসিন্দা নিয়াজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক। 

সোমবার (২৬ মে) সকালে মৃগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দারুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত  করেছেন। 

স্থানীয়দের বরাতে চেয়ারম্যান জানান, আজ সকালে ব্যাটারিচালিত অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে যান তোফায়েল মিয়া। এ সময় বৈদ্যুতিক তারের সংস্পর্শে ঘটনাস্থলেই মৃত্যু হয় তোফায়েলের। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল বলেন, এ ব্যাপারে আমাদের কাছে একটি খবর এসেছে। ঘটনাস্থলে আমরা পুলিশ পাঠিয়েছি। বিস্তারিত জানার পর, আইনগত বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

ভিওডি বাংলা/রবিন/ এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্বশুরবাড়ি থেকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
শ্বশুরবাড়ি থেকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
তাড়াশে সরকারি রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ
তাড়াশে সরকারি রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ
রাজশাহী নগরীর সড়কে ঝলমলে আলো, পাড়া-মহল্লা অন্ধকার
রাজশাহী নগরীর সড়কে ঝলমলে আলো, পাড়া-মহল্লা অন্ধকার