শপথ নিতে চেয়ে হাইকোর্টে রিট করিনি- ইশরাক


নিজস্ব প্রতিবেদক
শপথ নিতে চেয়ে হাইকোর্টে এখনো রিট করেননি বলে জানিয়েছেন ইশরাক হোসেন। বিভিন্ন গণমাধ্যমে হওয়া সংবাদ প্রকাশের প্রেক্ষিতে পাঠানো এক বিবৃতিতে তিনি এই দাবি করেন।
রোববার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইশরাক হোসেন বলেন, 'যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক 'সিটি কর্পোরেশন আইন' অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে শপথ পড়ানোর কোন পদক্ষেপ দৃশ্যমান হয়নি। তাই কোর্টের দ্বারস্থ হওয়ার বিষয়ে আমরা আলোচনা করছি। এখন পর্যন্ত রিট পিটিশন দায়ের অথবা চূড়ান্ত করা হয় নাই।
আদালতের প্রস্তুতির অংশ হিসেবে আমরা একটা ইন্ট্রি করিয়েছি মাত্র। এটা জাস্ট একটা এন্ট্রি মাত্র। রিট পিটিশন নয়।'
প্রসঙ্গত, রোববার বিভিন্ন গণমাধ্যমে "শপথ চেয়ে হাইকোর্টে রিট করেছেন ইশারাক হোসেন" মর্মে সংবাদ প্রকাশিত করেছে। এর প্রেক্ষিতেই এই বিবৃতি পাঠান ইশরাক হোসেন।
ভিওডি বাংলা/ এমএইচ
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৪ সেপ্টেম্বর
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত …

জুলাই গণহত্যাকারীদের কেউই ছাড় পাবে না: চিফ প্রসিকিউটর
জুলাই গণহত্যাকারীদের কেউই ছাড় পাবে না বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক …

জনি হত্যা : ২ পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন দণ্ড বহাল
রাজধানীর পল্লবীতে পুলিশ হেফাজতে নির্যাতনে গাড়িচালক ইশতিয়াক হোসেন জনি হত্যা …
