বনানীতে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত


নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বনানীতে কংক্রিট মিক্সার ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (২৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন- আশফাকুর রহমান ও আসিফ মাহমুদ।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহত আশরাফুল রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল চালক। আসিফ তার মোটরসাইকেলের যাত্রী ছিলেন। তারা মহাখালীর দিকে যাচ্ছিলেন। এ সময় কাকলী বাসস্ট্যান্ডে ওই ট্রাক তাদের পেছন থেকে ধাক্কা দেয়। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় ট্রাকের সহকারী রবিউল ইসলামকে আটক করেছে পুলিশ। ট্রাকটি জব্দ করলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
কুর্মিটোলা ফায়ার স্টেশনের ওয়ারহাউজ ইন্সপেক্টর মেহেদী হাসান জানান, মোটরসাইকেলটি রাস্তায় পিছলে পড়ে গেলে ট্রাকটি তাদের ওপর উঠে যায়।
ভিওডি বাংলা/ডিআর
ফ্যাসিবাদ পতন ও ফতহে গণভবন সাইকেল র্যালিতে ছাত্রশিবিররা
ফ্যাসিবাদের পতন এবং গণভবনের ফতহের এক বছর পূর্তি উপলক্ষে আজ …

মুজিব পরিবারের সম্পত্তি বাজেয়াপ্তের দাবি কিরণের
মুজিব পরিবারের অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই মাসে গণঅভ্যুত্থানে আহত …

এনসিপির সমাবেশ বিকেলে, প্রস্তুতি প্রায় শেষ
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নাগরিক …
