• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঈদযাত্রা

আজ মিলছে ৪ জুনের ট্রেনের টিকিট

   ২৫ মে ২০২৫, ০৯:৫৫ এ.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম চালু রেখেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদের সম্ভাব্য তারিখ ৭ জুন ধরে টিকিট বিক্রির সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

রবিবার (২৫ মে) ঈদযাত্রার পঞ্চম দিনের অর্থাৎ ৪ জুনের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে।

রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীসেবায় সুবিধা নিশ্চিতে শতভাগ টিকিট অনলাইনে বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। আজ ২৫ মে সকাল ৮টা থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়। আর পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।

বাংলাদেশ রেলওয়ের ঈদ-সংক্রান্ত কর্মপরিকল্পনা অনুযায়ী, এবার ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলোর মোট আসন সংখ্যা ৩৩ হাজার ৩১৫টি। এসব টিকিটই ঈদযাত্রার জন্য নির্ধারিত সময় অনুযায়ী বিক্রি হচ্ছে।

রেলওয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ঈদের আগের ৭ দিনের টিকিট পর্যায়ক্রমে বিক্রি করা হচ্ছে। এর মধ্যে ৩১ মে’র টিকিট বিক্রি হয়েছে ২১ মে, ১ জুনের টিকিট ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে। আজ ২৫ মে বিক্রি হচ্ছে ৪ জুনের টিকিট। এরপর ৫ জুনের টিকিট বিক্রি হবে ২৬ মে এবং ৬ জুনের টিকিট বিক্রি হবে ২৭ মে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এসব অগ্রিম টিকিট কোনোভাবেই ফেরতযোগ্য নয়। প্রতিজন যাত্রী সর্বোচ্চ চারটি আসনের টিকিট একবারে সংগ্রহ করতে পারবেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৯৩৫ কোটি টাকায় যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে দুই জাহাজ
৯৩৫ কোটি টাকায় যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে দুই জাহাজ
সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৭ জরুরি নির্দেশনা
সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৭ জরুরি নির্দেশনা
সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা জানাল ইসি
সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা জানাল ইসি