• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

ড. ইউনূসের পদত্যাগ নয়

উপদেষ্টা পরিষদের পুনর্গঠন চায় জনগণ : প্রিন্স

   ২৩ মে ২০২৫, ১০:১৪ পি.এম.

ময়মনসিংহ প্রতিবেদক: 

বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ নয়, দেশের জনগণ ব্যর্থ, অযোগ্য, স্বার্থবাদী ও পক্ষপাতদুষ্ট উপদেষ্টাদের পদত্যাগ চায়। উপদেষ্টা পরিষদের পুনর্গঠন চায়।

শুক্রবার (২৩ মে) বিকালে ময়মনসিংহের হলুয়াঘাট উপজেলার নড়াইল ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রিন্স বলেন, কতিপয় অর্বাচীন, উচ্চাভিলাষী, অপরিপক্ব ও অনভিজ্ঞ উপদেষ্টা এবং সরকারের ভেতর-বাহিরে থাকা স্বার্থান্বেষী মহল রাষ্ট্র ও জনস্বার্থ বিরোধী অবাস্তব, অপ্রাসঙ্গিক ও অপ্রয়োজনীয় বিষয় নিয়ে মাতামতি করে সরকার ও রাষ্ট্রকে বিপাকে ফেলছে।

শুধু নির্বাচনের জন্য আসিনি- কতিপয় উপদেষ্টার এ ধরণের বক্তব্যের সমালোচনা করে তিনি আরও বলেন, তাদের এসব বক্তব্য ও কর্মকাণ্ড ক্ষমতা দীর্ঘায়িত করার বাসনা। ভোটাধিকার হরণ করে হাসিনা যেমন ফ্যাসিবাদ কায়েম করেছিল। ভোটাধিকার আটকে রাখাও কর্তৃত্ববাদ তরান্বিত করবে। শ্রুতিমধুর ও সুন্দর শব্দচয়ন করে জনগণের চাহিদা পাশ কাটানো যাবে না।

প্রিন্স বলেন, প্রয়োজনীয় সংস্কার ও ফ্যাসিস্ট খুনিদের বিচার শুরু করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করাই অন্তর্বর্তী সরকারের একমাত্র কাজ। সংস্কার ও বিচার চলমান প্রক্রিয়া। পূর্ণাঙ্গ সংস্কার ও বিচারের জন্য অপেক্ষা করলে নির্বাচন সুদূর পরাহত হবে। 

তিনি বলেন, বিরাজমান অস্থিরতা, বিশৃঙ্খলা, অনিশ্চয়তা নিরসনে সরকারের সাথে বিএনপিসহ রাজনৈতিক দল ও সেনাবাহিনীসহ রাষ্ট্রীয় শক্তির দূরত্ব এবং গণ-অভুত্থানের শক্তির মধ্যে নিবিড় সম্পর্ক ও জাতীয় ঐক্য পুনঃপ্রতিষ্ঠা এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বিকল্প নেই। একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে যে ধরনের সংস্কার জরুরি, সেটুকু দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে। 

হলুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবিরের সঞ্চালনায় কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন হালুয়াঘাট পৌর-বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলমগীর আলম বিপ্লব, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, বিএনপি নেতা আলী আশরাফ, কাজী ফরিদ আহমেদ পলাশ, মিজানুর রহমান মিজান, শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, মোনায়েম হোসেন খান খোকন, অধ্যাপক মোফাজ্জল হোসেনসহ প্রমুখ।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে গণতন্ত্র অনিশ্চয়তার মধ্যে পড়বে: দুদু
ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে গণতন্ত্র অনিশ্চয়তার মধ্যে পড়বে: দুদু
এনসিপির কাঁধে ভর করে ফসল ঘরে তুলল জামায়াত
এনসিপির কাঁধে ভর করে ফসল ঘরে তুলল জামায়াত
৭ দাবিতে ৩ দিনের কর্মসূচি দিয়েছে জাগপা
৭ দাবিতে ৩ দিনের কর্মসূচি দিয়েছে জাগপা