দুই উপদেষ্টার পদত্যাগ না করা পর্যন্ত লড়াই চলবে: ইশরাক


নিজস্ব প্রতিবেদক
দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের খবর না আসা পর্যন্ত আন্দোলন চলমান থাকেবে বলে ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।
পোস্টে আন্দোলনকারীদের রাজপথ না ছাড়ার নির্দেশ দেন তিনি।
ফেসবুক পোস্টে ইশরাক লিখেন, ‘আন্দোলনকারী ভাইদের বলবো এইসব মূলা দিয়ে গাধা বস করা যায় আমাদের না। দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদদতাগের খবর না আসা পর্যন্ত চলেছে লড়াই চলবে। রাস্তা তো ছাড়বেন না , আরও বিস্তৃত করতে হবে ।’
প্রসঙ্গত, বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোয় বাধা নেই। বৃহস্পতিবার (২২ মে) সকালে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রায়ের বিরুদ্ধে করা রিট খারিজ করে এই আদেশ দেন।
আদালতের রায়ের পর ইশরাক সমর্থকরা উচ্ছ্বসিত হলেও তারা উপদেষ্টা আসিফের পদত্যাগের জন্য স্লোগান দিতে থাকে।
ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পড়ানোসহ দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে।
ভিওডি বাংলা/ডিআর
দেশ রক্ষার নির্বাচনে বিএনপিকে জিততেই হবে- আবদুস সালাম
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, আগামীর জাতীয় …

৫ আগস্টের পর অনেকে লোভে পড়ে গেছে : এ্যানি
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ৫ আগস্টের পর …

জনপ্রিয়তা বেড়েছে এনসিপির
অন্তর্বর্তী সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ও জামায়াতে ইসলামের জনপ্রিয়তা …
