• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শপথে বাধা নেই, রায় ঘোষণায় উচ্ছ্বসিত ইশরাকের সমর্থকরা

   ২২ মে ২০২৫, ১২:৩৯ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ গ্রহণে আর কোনো বাধা নেই— আদালতের রায়ে এই ঘোষণা আসতেই সমর্থকদের মাঝে দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস।

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া গেজেটের বৈধতা নিয়ে এবং শপথ পড়ানো থেকে বিরত থাকার নির্দেশনা চেয়ে করা রিটের রায়ে হাইকোর্ট জানিয়ে দেয়, ইশরাক হোসেনের শপথ গ্রহণে আইনগত কোনো বাধা নেই।

এই রায়ের পর তার সমর্থকরা রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল ও স্লোগানে উচ্ছ্বাস প্রকাশ করেন।

এর আগে নগর ভবনের সামনে টানা অষ্টম দিনের মতো অবস্থান কর্মসূচি চালিয়ে যান বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকেরা। তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে তারা আন্দোলন চালিয়ে যান তারা।

বৃহস্পতিবার (২২ মে) সকালে রাজধানীর কাকরাইল মসজিদের সামনের মোড়েও অবস্থান করতে দেখা যায় ইশরাক সমর্থকসহ বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। রাতভর সেখানেই অবস্থান নিয়ে আন্দোলন করেন তারা। 

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৩৩ আসনে প্রাথমিক প্রার্থীর তালিকা ঘোষণা করলো গণফোরাম
১৩৩ আসনে প্রাথমিক প্রার্থীর তালিকা ঘোষণা করলো গণফোরাম
রায় ঘিরে মাঠে নামার চেষ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ
রায় ঘিরে মাঠে নামার চেষ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ
মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি
মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি