• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

ঈদ উপলক্ষ্যে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু

   ২১ মে ২০২৫, ০৯:৫৭ এ.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে আগাম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদের সম্ভাব্য তারিখ ৭ জুন ধরে বুধবার (২১ মে) থেকে আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে।

সম্প্রতি এক অংশীজন সভায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এ সিদ্ধান্তের কথা জানান। তার ভাষ্য অনুযায়ী, ঈদের আগে ঘরে ফেরা যাত্রীদের সুবিধার্থে যাত্রার তারিখের ১০ দিন আগে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চালু করা হয়েছে।

বুধবার (২১ মে) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলগামী সব আন্তঃনগর ট্রেনের ৩১ মে তারিখের টিকিট বিক্রি শুরু হয়েছে। পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। পর্যায়ক্রমে ১ জুনের টিকিট ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে, ৪ জুনের টিকিট ২৫ মে, ৫ জুনের টিকিট ২৬ মে এবং ৬ জুনের টিকিট ২৭ মে বিক্রি হবে।

ঈদ-পরবর্তী ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ৩০ মে থেকে। সেদিন ৯ জুনের টিকিট পাওয়া যাবে। এরপর ১০ জুনের টিকিট ৩১ মে, ১১ জুনের টিকিট ১ জুন, ১২ জুনের টিকিট ২ জুন, ১৩ জুনের টিকিট ৩ জুন, ১৪ জুনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের টিকিট ৫ জুন বিক্রি হবে।

যাত্রীরা বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট ([https://railapp.railway.gov.bd](https://railapp.railway.gov.bd)) থেকে সহজেই টিকিট সংগ্রহ করতে পারবেন। প্রথমবারের মতো টিকিট সংগ্রহের জন্য ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ট্যাবে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য পূরণ এবং মোবাইলে পাওয়া ওটিপি দিয়ে যাচাই করতে হবে। সঠিকভাবে তথ্য দিলে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে এবং ব্যবহারকারী স্বয়ংক্রিয়ভাবে লগইন হয়ে যাবে।

টিকিট কাটতে ওয়েবসাইটে লগইন করে যাত্রার তারিখ, প্রারম্ভিক ও গন্তব্য স্টেশন এবং ট্রেনের শ্রেণি নির্বাচন করে ‘ফাইন্ড টিকিট’ অপশনে ক্লিক করতে হবে। এরপর ট্রেনের নাম, আসন পরিস্থিতি ও সময় দেখা যাবে। সিট খালি থাকলে পছন্দের আসন বেছে নিয়ে ‘কন্টিনিউ পারচেজ’ অপশনে ক্লিক করে ভিসা, মাস্টারকার্ড বা বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে ই-টিকিট ডাউনলোড হয়ে যাবে। সেই সঙ্গে যাত্রীর ই-মেইলে টিকিটের কপি পাঠানো হবে।

টিকিটের প্রিন্ট কপি ও বৈধ ফটো আইডি সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট স্টেশন থেকে যাত্রার আগে ছাপানো কাগজের টিকিট সংগ্রহ করতে হবে। ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে রেলওয়ে সবধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলেও জানানো হয়েছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘রাষ্ট্র সঠিকভাবে নয়, উল্টাভাবে চলছে’: জেড আই খান পান্না
‘রাষ্ট্র সঠিকভাবে নয়, উল্টাভাবে চলছে’: জেড আই খান পান্না
অমর একুশে বইমেলা স্থগিত
অমর একুশে বইমেলা স্থগিত
শীঘ্রই গঠন হবে তথ্য কমিশন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
শীঘ্রই গঠন হবে তথ্য কমিশন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা