মার্চ টু যমুনা
পুলিশের বাধায় কাকরাইল মোড়ে শ্রমিকদের অবস্থান


নিজস্ব প্রতিবেদক
বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে মার্চ টু যমুনা কর্মসূচি পালন করছেন পোশাকশ্রমিকরা। তবে যমুনা অভিমুখে যাত্রায় পুলিশের বাধার মুখে পড়ে কাকরাইল মোড়ে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা।
মঙ্গলবার (২০ মে) বিকাল ৩টায় মিছিল নিয়ে কাকরাইল মোড়ে এসে উপস্থিত হন আন্দোলনকারীরা। এসময় ১৮ মাস আগে বন্ধ হয়ে যাওয়া ডার্ড গ্রুপের ৫ প্রতিষ্ঠানের ত্রিপক্ষীয় চুক্তি মোতাবেক শ্রমিক-কর্মচারীদের সব পাওনা পরিশোধের দাবি জানান তারা।
প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি শীর্ষক ব্যানার হাতে বেতনের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা।
সরেজমিনে দেখা গেছে, বেতনের দাবিতে ব্যানার হাতে স্লোগান দিতে দিতে পল্টনের দিক থেকে যমুনার উদ্দেশে এগিয়ে আসেন আন্দোলনকারী শ্রমিকরা। কাকরাইল মোড়ে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। এরপর আন্দোলনকারীরা কাকরাইল মোড় অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
ভিওডি বাংলা/ এমএইচ
জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের দুই পক্ষ …

রাজধানীর বেসরকারি হাসপাতালের পার্কিং থেকে ২ মরদেহ উদ্ধার
রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকারের …

ফ্যাসিবাদ পতন ও ফতহে গণভবন সাইকেল র্যালিতে ছাত্রশিবিররা
ফ্যাসিবাদের পতন এবং গণভবনের ফতহের এক বছর পূর্তি উপলক্ষে আজ …
