• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

কাউকে অপমান না করতে ইশরাকের অনুরোধ

   ২০ মে ২০২৫, ১২:১৪ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

উচ্চ আদালতের রায়ের পরও ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে বিএনপির ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় তার অনুসারীরা টানা ছয় দিন ধরে আন্দোলন করছেন। নগর ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন চলাকালে গতকাল স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদকে এই সংকটের জন্যে দায়ী করে তার কুশপুতুল পোড়ান এবং তার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ করেন আন্দোলনকারীরা।

বিষয়টি নিয়ে বিভিন্ন মহল থেকে সমালোচনা হয়। ফলে এবার আন্দোলনকারীদের প্রতি এ ধরনের আচরণ না করতে বিশেষ অনুরোধ জানিয়েছেন ইশরাকে হোসেন।

মঙ্গলবার (২০ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি পোস্টে বিএনপি ইশরাক হোসেন এই অনুরোধ জানান।

ইশরাক লেখেন- ‘আমি আন্দোলনরত ঢাকা দক্ষিণ সিটির জনগণ ও ভোটারদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বাদে অন্য কোন রাজনৈতিক দলের নেতার বিরুদ্ধে যত ক্ষোভ থাকুক না কেন, আমরা তাদের অসম্মান হয় এরকম কিছু করা থেকে শতভাগ বিরত থাকি। আমরা সমালোচনা করি, রাজনৈতিক বক্তব্যর মধ্য দিয়ে তাদেরকে সতর্ক করি, তাদের ভুল ধরিয়ে দেই কিন্তু অবশ্যই ভাষাগত শিষ্টাচার মেনে।’

ইশরাক হোসেন আরও লেখেন- ‘অনেক তো দেখে আসছি আর পেছনের দিকে দেশটাকে নিতে চাই না। অবশ্যই আমরা রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবেলা করব, দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দিবো, নির্বাচনী স্পষ্ট রোডম্যাপ আদায়ের মাধ্যমে আমাদের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ নিব। এমনকি বর্তমানে বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগে কঠোর গণতান্ত্রিক আন্দোলন ও করবো। কিন্তু ভাষা ও ব্যবহারে যাতে শত্রুও সমালোচনা করতে না পারে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে ইউনূসকে অসুর রূপে উপস্থাপন করায় লেবার পার্টির তীব্র নিন্দা
ভারতে ইউনূসকে অসুর রূপে উপস্থাপন করায় লেবার পার্টির তীব্র নিন্দা
জাতীয় পার্টির মহাসচিব গ্রেপ্তার
জাতীয় পার্টির মহাসচিব গ্রেপ্তার
জামায়াতের সঙ্গে জোটের সম্ভাবনা নেই: হাফিজ উদ্দিন
জামায়াতের সঙ্গে জোটের সম্ভাবনা নেই: হাফিজ উদ্দিন