• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

শিল্পীদের নিরাপত্তার দাবি জানিয়েছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ

   ১৯ মে ২০২৫, ০৯:২৩ পি.এম.

নিজস্ব প্রতিবেদক
চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনার পরই গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ছোট পর্দার অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’।

সোমবার (১৯ মে) সন্ধ্যায় সভাপতি আজাদ আবুল কালাম ও সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু কর্তৃক প্রদত্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে শিল্পীদের নিরাপত্তা, মর্যাদা এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছে সংগঠনটি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সমাজ ও রাষ্ট্রের প্রতি অভিনয় শিল্পীদের অবদান সবসময়ই মানবিক ও প্রশংসনীয়। দুর্যোগ, সামাজিক সংকট কিংবা জাতীয় প্রয়োজনে অভিনয়শিল্পীরা যেভাবে এগিয়ে আসেন, তা অনস্বীকার্য। এই শিল্পীদের মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়।”

সম্প্রতি কয়েকজন শিল্পীর বিরুদ্ধে হয়রানিমূলক গ্রেপ্তার, মামলা ও হামলার ঘটনা ঘটেছে, যা শুধু শিল্পীর ব্যক্তিগত জীবন নয়- তাদের পরিবার, পেশাগত পরিবেশ ও সামাজিক অবস্থানেও বিরূপ প্রভাব ফেলছে বলে দাবি সংগঠনটির। তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে সংগঠনটি জানিয়েছে, শিল্পীদের ভাবমূর্তি নষ্ট করতেই এমন বেআইনি ও অনৈতিক কর্মকাণ্ড ঘটানো হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এসব বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করি। অভিনয়শিল্পী সংঘ সরকারের কাছে ন্যায়বিচার ও বৈষম্যহীন পদক্ষেপ প্রত্যাশা করে বলেছে, “আমরা সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু সেই আইন যেন সবার জন্য সমানভাবে প্রয়োগ হয়- এ আশা রাখি।”

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চিত্রনায়িকা বনশ্রী আর নেই
চিত্রনায়িকা বনশ্রী আর নেই
সংগীতশিল্পী আহরার মাসুদ ‘দীপ’ আর নেই
সংগীতশিল্পী আহরার মাসুদ ‘দীপ’ আর নেই
লিভারের ৭৫% নষ্ট হলেও সুস্থ আছেন অমিতাভ
লিভারের ৭৫% নষ্ট হলেও সুস্থ আছেন অমিতাভ