ঈদ আনন্দমেলায় গাইবেন সাবিনা ইয়াসমিন

 
                                            
                                    
বিনোদন প্রতিবেদক
বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন টিভি আয়োজনে খুব কমই গান করেন। তবে যে কোনো উৎসব আয়োজনে তাকে পাওয়া যায়। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদ আনন্দমেলা’য় থাকছে তাঁর গান। ২৮ মে বিটিভির নিজস্ব অডিটোরিয়ামে অনুষ্ঠানের শুটিংয়ে তিনি অংশ নেবেন বলে জানিয়েছে বিটিভির একটি সূত্র।
জানা গেছে, সাবিনা ইয়াসমিনের পাশাপাশি এবারের আনন্দমেলায় আরও অনেক তারকাশিল্পী হাজির হবেন। থাকছে তারকাশিল্পীদের অংশগ্রহণে নাচ, চমৎকার কিছু স্কিডসহ হরেক আয়োজন।
অনুষ্ঠান উপস্থাপনা করবেন ইন্তেখাব দিনার ও নুসরাত ইমরোজ তিশা। প্রথমবারের মতো উপস্থাপনায় জুটি হতে যাচ্ছেন তারা। এক ঘণ্টার অনুষ্ঠানটি প্রযোজনা করছেন শাহরিয়ার হাসান, হাসান রিয়াদ ও মামুন মাহমুদ। এটি প্রচার হবে ঈদের দিন রাতে।
আনন্দমেলা প্রসঙ্গে মামুন মাহমুদ বলেন, ‘প্রতিবছরের মতো এবারও আনন্দমেলা বর্ণিল হবে। দর্শক-শ্রোতাদের প্রত্যাশা থাকে আনন্দমেলায় বড় মাপের কোনো শিল্পীর উপস্থিতির। এবারের আয়োজনে বড় চমক সাবিনা ইয়াসমিন। চেষ্টা করছি, দর্শকের প্রত্যাশামাফিক অনুষ্ঠান সাজাতে। আশা করছি, তারকাবহুল আনন্দমেলা দর্শকের মন ভরাবে।'
ভিওডি বাংলা/ডিআর
 
                             
                         
                 
                






