বড় বিপদ থেকে রক্ষা
বাস উল্টে দুর্ঘটনার কবলে ৩৫ সাংবাদিক


জ্যেষ্ঠ প্রতিবেদক
সুন্দরবন ঘুরে সাতক্ষীরা হয়ে ঢাকায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছে সাংবাদিকদের বহনকারী একটি বাস। বাসটি উল্টে সড়কের পাশে পড়ে যায়। তবে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেলেও কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে।
রোববার (১৮ মে) দুপুরের দিকে সাতক্ষীরার তালা উপজেলার ইসলাম কাঠিরমোড় এলাকায় দুর্ঘটনা ঘটে।
বাসে থাকা সাংবাদিক মুক্তাদির রশীদ বিষয়টি জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।
পোস্টে তিনি লিখেছেন, আমরা ৩৫ জন সাংবাদিক সাতক্ষীরা থেকে ঢাকা ফেরার পথে আমাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। অন্য গাড়ির চালকরা বলছেন, পর্যাপ্ত পাথর কুচির অভাবে বৃষ্টি হলেই রাস্তা পিচ্ছিল হয়ে যায়।
নিজে ঘাড়ে ব্যথা পেয়েছেন জানিয়ে মুক্তাদির রশীদ লিখেছেন, ঘাড়ে আঘাত পেয়েছি। কথা বলতে কষ্ট হচ্ছে, তাই সবার ফোন ধরতে পারছি না। দোয়া করবেন। কয়েকজন আমার গায়ে পড়েছে। তাই ব্যথা রয়েছে।
এলাকাবাসীর বরাত দিয়ে তিনি লিখেছেন, এখানকার এই রাস্তায় নিয়মিত এমন দুর্ঘটনা ঘটে।
এদিকে এমন খবর ছড়িয়ে পড়লে গণমাধ্যম কর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। অনেকেই দুর্ঘটনা কবলিত সহকর্মীদের প্রতি সমবেদনা জানান।
ভিওডি বাংলা/ এমএইচ
নির্বাচনের ঘোষণা ‘হতাশ’ জাতিকে আশার আলো দেখিয়েছে- কাদের গনি
গণ-অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের প্রত্যাশা নিয়ে কথা বলেছেন বাংলাদেশ সম্মিলিত …

৫ আগস্ট সংবাদপত্রে ছুটি
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে মঙ্গলবার (০৫ আগস্ট) সংবাদপত্র অফিসে ছুটি …

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন কাদের গনি
জ্বর ও চিকনগুনিয়ায় আক্রান্ত বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব …
