• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাম্য হত্যা মামলার বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ

   ১৮ মে ২০২৫, ০৪:১০ পি.এম.
ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধি

ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১৮ মে) রবিবার সকালে কলেজের প্রধান ফটকে এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হাসান, সোহেল রানা-আহবায়ক সদর উপজেলা ছাত্রদল, যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন সাওন,জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক ইকবাল রাব্বি,কুড়িগ্রাম সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদ রানা,যুগ্ম আহবায়ক নাজমুল হাসান ইমন, আরমান আকাশসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভাপতিত্ব করেন কুড়িগ্রাম সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান আকাশ।

বক্তারা বলেন, “সাম্য হত্যার বিচার এখনও দৃশ্যমান নয়। তদন্তে গাফিলতি ও মূল আসামিদের গ্রেফতারে বিলম্ব উদ্বেগজনক। অবিলম্বে সকল আসামিকে গ্রেফতার করে দ্রুত বিচার সম্পন্ন করতে হবে।”

কুড়িগ্রাম জেলা ছাএদলের দপ্তর সম্পাদক ইকবাল রাব্বি  বলেন, “যদি দ্রুত বিচার কার্যক্রম দৃশ্যমান না হয়, তবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বৃহৎ কর্মসূচির মাধ্যমে রাজপথে নামবে।”

সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি শান্তিপূর্ণ মিছিল বের করেন, যা কলেজের মূল ফটক ঘুরে শেষ হয়।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেরোবিতে সিরাজগঞ্জ জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
বেরোবিতে সিরাজগঞ্জ জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
উমামার ‘রহস্যময়’ দরখাস্ত ভাইরাল
উমামার ‘রহস্যময়’ দরখাস্ত ভাইরাল
জাবি ছাত্রদলের হল কমিটি ঘোষণা
জাবি ছাত্রদলের হল কমিটি ঘোষণা