বিএনপি নেতা মাসুদ করিম বহিষ্কার


জ্যেষ্ঠ প্রতিবেদক
শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে ঢাকা মহানগর উত্তরের কাফরুল থানাধীন এক বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। তার নাম মাসুদ করিম মোল্লা। তিনি কাফরুল থানাধীন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির ৩ নম্বর সহসভাপতি।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
মঙ্গলবার (১৩ মে) ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) এ বি এম এ রাজ্জাকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর উত্তরের কাফরুল থানাধীন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির ৩ নম্বর সহসভাপতি মাসুদ করিম মোল্লাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে।’
ভিওডি বাংলা/ এমএইচ
ধানমন্ডি থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা লাভলু গ্রেপ্তার
রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ছাত্রলীগ নেতা মো. হৃদয় হাসান লাবলুকে …

দখলীয় নির্বাচন এ দেশের মানুষ আর গ্রহণ করবে না
জাতীয় সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে আনুপাতিক বা পিআর পদ্ধতিতে ভোটের …

এনসিপির শীর্ষ নেতারা মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে
শুধুমাত্র কক্সবাজারের ঘটনা নয় প্রতিনিয়ত এনসিপির শীর্ষ নেতারা মিডিয়া ট্রায়ালের …
