• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের এটাই সুযোগ: আলী রীয়াজ

   ১২ মে ২০২৫, ০৪:৩৮ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের এটাই সুযোগ বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশন সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। পাশাপাশি রাষ্ট্র পুনর্গঠনে দলগুলোকে বড় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি। 

আলী রীয়াজ বলেন,  এখন বিজয়ের লক্ষ্য পূরণে সকলের সম্মিলিত প্রচেষ্টায় অগ্রসর হতে হবে।

‎‎সোমবার (১২ মে) জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে গণতান্ত্রিক বাম ঐক্যের আলোচনার শুরুতে অধ্যাপক আলী রীয়াজ এসব কথা বলেন।

আমরা ইতিহাসের একটা মাহেন্দ্রক্ষণে আছি- উল্লেখ করে আলী রীয়াজ বলেন, স্বাধীনতার পর এমন সুযোগ আর কখনো আসেনি৷ তাই অপূর্ণ স্বপ্নকে বাস্তবায়ন করা আমাদের সকলের দায়িত্ব। আমাদের লক্ষ্য জাতীয় ঐক্যকে সুদৃঢ় করে একটি জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণ করা।

তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য যেমন ঐকমত্য প্রতিষ্ঠা করা, তেমনি বাংলাদেশের রাজনৈতিক দল এবং রাজনৈতিক শক্তিগুলোসহ নাগরিক সমাজের দায়িত্ব হচ্ছে- গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখা। এই ঐক্যকে সুদৃঢ় করে একটি জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণ করা।

‎জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি বলেন, গত ৫৩ বছর ধরে এদেশের মানুষ একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন সময়ে সংগ্রাম করেছেন৷ গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে জনগণ এ সকল গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত থেকেছেন।

‎গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও সোস্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদের নেতৃত্বে আলোচনায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (এম-এল) এর সভাপতি হারুন চৌধুরী, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি আলি হোসেন, প্রগতিশীল গণতান্ত্রিক দল- পিডিপি’র মহাসচিব হারুন আল রশীদ খান এবং সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. সামছুল আলমসহ ২০ সদস্যের প্রতিনিধিদল অংশ নেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচনের সময় পুলিশের কাছে বডি ক্যামেরা থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনের সময় পুলিশের কাছে বডি ক্যামেরা থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রধান উপদেষ্টা মালয়েশিয়া যাচ্ছেন আজ
প্রধান উপদেষ্টা মালয়েশিয়া যাচ্ছেন আজ
৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু
৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু