• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

   ১২ মে ২০২৫, ১২:২৪ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

সোমবার (১২ মে) দুপুরে চিফ প্রসিকিউটর কার্যালয়ে তদন্ত সংস্থার কর্মকর্তারা এ প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে ওই সময় সংঘটিত হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম উল্লেখ রয়েছে বলে জানা গেছে।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আজ দুপুর ১টায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন। এর আগে এক ফেসবুক পোস্টে তাজুল ইসলাম জানান, ‘আশা করছি, তদন্ত প্রতিবেদন দাখিলের পর ‘ফরমাল চার্জ’ দাখিলের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হবে।’

তিনি আরও লেখেন, ‘চানখারপুল হত্যাকাণ্ডের দায়ে সিনিয়র পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ইতোমধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এই সপ্তাহেই ফরমাল চার্জ দাখিল করা হবে। ইনশাআল্লাহ, জুলাই গণহত্যার বিচার শুরু হবে।’

ট্রাইব্যুনালের একটি আদেশে জানা যায়, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলায় তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করতে বলা হয়েছিল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

উল্লেখ্য, গত বছরের ১৭ ডিসেম্বর দায়ের করা অপর একটি মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীসহ সারাদেশে নির্বিচারে গুলি চালানো হয়। নিরস্ত্র ছাত্র-জনতার ওপর চালানো সেই হামলার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে শেখ হাসিনাসহ অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাইবার হামলার আশঙ্কায় বাংলাদেশ ব্যাংকের সতর্কতা জারি
সাইবার হামলার আশঙ্কায় বাংলাদেশ ব্যাংকের সতর্কতা জারি
আগামী কয়েক দশকে এ সুযোগ পাবো না- আসিফ নজরুল
আগামী কয়েক দশকে এ সুযোগ পাবো না- আসিফ নজরুল
কনস্টেবলের স্ত্রীকে বিয়ের প্রস্তাব, বরখাস্ত এএসপি
কনস্টেবলের স্ত্রীকে বিয়ের প্রস্তাব, বরখাস্ত এএসপি