• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সিলেটে আ. লীগ নেতাকে মারধর, পুলিশে সোপর্দ

   ১১ মে ২০২৫, ০৭:৪৮ পি.এম.
ছবি: সংগৃহীত

সিলেট প্রতিনিধি

সিলেটের কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আফসার উদ্দিন আহমদকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

রোববার (১১ মে) দুপুরে তাকে মারধরের ঘটনাটি ঘটে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যান আফসার উদ্দিনকে দুপুরে চটি গ্রামে সংবর্ধনা দেয়ার কথা ছিল। সেখানে যাওয়ার উদ্দেশ্যে তিনি বের হয়েছিলেন। এ সময় এলাকার মসজিদে গেলে কিছু বিক্ষুব্ধ মানুষ তাকে মারধর করে।

পরে সেখান থেকে তাকে উপজেলা বিএনপি সভাপতি মামুনুর রশীদের বাড়ি নিয়ে যাওয়া হয়। সেখানে বসে বেশ কিছু সময় আলাপ হয়। এ সময় সেখানে এলাকার মানুষজনও উপস্থিত ছিলেন। পরে বিকেল তিনটার দিকে তাকে কানাইঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেনীর রেলগেইট এলাকায় ব্যাটারিচালিত অটোচালককে কুপিয়ে হত্যা
ফেনীর রেলগেইট এলাকায় ব্যাটারিচালিত অটোচালককে কুপিয়ে হত্যা
মিঠামইনে বৃদ্ধ কৃষককে গলা কেটে হত্যা
মিঠামইনে বৃদ্ধ কৃষককে গলা কেটে হত্যা
বন্ধুদের অনুদানে হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী তহবিল ১৪ লাখ টাকা
বন্ধুদের অনুদানে হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী তহবিল ১৪ লাখ টাকা