• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শ্রীলঙ্কায় বাস দুর্ঘটনায় নিহত ১৫

   ১১ মে ২০২৫, ০৫:২১ পি.এম.
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

শ্রীলঙ্কার কোটমালেতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩০ জন। আহত ও নিহতরা সবাই বৌদ্ধ তীর্থযাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা যায়।

রোববার (১১ মে) এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এপি এ তথ্য জানায়। 

প্রতিবেদনে বলা হয়, রোববার (১১ মে) স্থানীয় সময় ভোরে বাসটি শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলীয় শহর কাতারাগামা থেকে মধ্যাঞ্চলীয় শহর কুরুনেগালার দিকে রওনা হয়েছিল। এরপর পার্বত্য অঞ্চল কোটেমালের পাহাড়ি সড়কে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় সড়কের পাশের খাদে পড়ে যায় বাসটি।

বাসটি তার ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহন করছিল বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেছেন, বাসটির মোট যাত্রীধারণ ক্ষমতা ছিল ৫০ জন। তবে দুর্ঘটনার সময় সেখানে মোট যাত্রী ছিলেন প্রায় ৭০ জন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের প্রতিবেদন: বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির চিত্র
যুক্তরাষ্ট্রের প্রতিবেদন: বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির চিত্র
গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আ'লীগ সরকার
গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আ'লীগ সরকার
গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ৬১ ফিলিস্তিনি
গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ৬১ ফিলিস্তিনি