• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

   ১০ মে ২০২৫, ০৮:০৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

নেত্রকোনা প্রতিনিধি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে প্রতিষ্ঠিত শহীদ জিয়া স্মৃতি সংসদের  ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ মে) বিকেলে শহরের ছোটবাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ে ‘বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশী জাতীয়তাবাদ: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।

শহীদ জিয়া স্মৃতি সংসদ, নেত্রকোনা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা আহ্বায়ক শেখ একে এম শহীদুল ইসলাম ছোটন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী।
মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. ইদ্রিস আলী।

বক্তারা শহীদ জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা, স্বাধীনতা পরবর্তী  রাষ্ট্রগঠন, অর্থনৈতিক উন্নয়ন এবং বাংলাদেশী জাতীয়তাবাদ প্রতিষ্ঠায় তাঁর বলিষ্ঠ নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরেন।

আলোচনা সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাঁশখালীতে সামাজিক সংগঠন একতাবন্ধন কতৃক কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
বাঁশখালীতে সামাজিক সংগঠন একতাবন্ধন কতৃক কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
পাংশায় বজ্রপাতে নিহত দুই পরিবারকে সরকারি অর্থ সহায়তা প্রদান
পাংশায় বজ্রপাতে নিহত দুই পরিবারকে সরকারি অর্থ সহায়তা প্রদান
নলছিটি পৌর শ্রমিক দলের ওয়ার্ড কমিটি ও আলোচনা সভা
নলছিটি পৌর শ্রমিক দলের ওয়ার্ড কমিটি ও আলোচনা সভা