• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

আ’লীগ নিষিদ্ধে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিলেন মঞ্জু

   ৯ মে ২০২৫, ০৮:০০ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

সর্বদলীয় সভা ডেকে ৪৮ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য সরকারকে সময় বেঁধে দিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু। শুক্রবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পাশের রাস্তায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত গণসমাবেশে সংহতি জানিয়ে তিনি এ দাবি জানান। বক্তব্যে বিগত সরকারের আমলে গুম-খুন-অর্থপাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মঞ্জু। 

তিনি বলেন, আমরা অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট করে বলতে চাই, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সর্বদলীয় সভা ডেকে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে এবং সাংস্কৃতিকসহ সর্বাত্মকভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কারণ যারা আওয়ামী লীগের ব্যাপারে এতদিন নমনীয় ছিলেন তারাও গতকাল থেকে ছাত্রদের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন। আমাদের দাবি আওয়ামী লীগের প্রতিটি অপরাধের বিচার করতে হবে।

এদিকে, আর বিলম্ব,কালক্ষেপণ না করে অতি দ্রুত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টি’র চেয়ারম্যান।

শুক্রবার (৯ মে) বিকেলে রাজধানীর বিজয় নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের দাবিতে এক জরুরি সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে সকল রাজনৈতিক দল কে সিদ্ধান্ত নিতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনার বিষয়ে তিন দিনের মধ্যেই তদন্ত করতে হবে। আওয়ামী লীগের সন্ত্রাসীদের রাজনৈতিক অধিকার বন্ধ করতে হবে। আর কোনো ফরম্যাটেই আওয়ামী লীগকে ফিরিয়ে আনা যাবে না বলেও জানান তিনি।

৮ মে রাত থেকে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকেও এনসিপির নেতাকর্মীদের যমুনার প্রধান ফটকের সামনে বিক্ষোভ করতে দেখা যায়। তারা আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে গণতন্ত্র অনিশ্চয়তার মধ্যে পড়বে: দুদু
ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে গণতন্ত্র অনিশ্চয়তার মধ্যে পড়বে: দুদু
এনসিপির কাঁধে ভর করে ফসল ঘরে তুলল জামায়াত
এনসিপির কাঁধে ভর করে ফসল ঘরে তুলল জামায়াত
৭ দাবিতে ৩ দিনের কর্মসূচি দিয়েছে জাগপা
৭ দাবিতে ৩ দিনের কর্মসূচি দিয়েছে জাগপা