আ.লীগ নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ


ইবি প্রতিনিধি
আওয়ামীগ নিষিদ্ধের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
শুক্রবার (৯ মে) বিকfল সাড়ে ৩ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে একটি মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, ‘শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আজ ইন্টেরিম গভর্নমেন্ট বলেছে জাতিসংঘের রিপোর্ট পর্যালোচনা করে সিদ্ধান্ত নিবে। কিন্তু আমরা তো জাতিসংঘের সাথে পরামর্শ করে আওয়ামী লীগকে ভারতে পালাতে বাধ্য করিনি। এখন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কেন এত অজুহাত। আমরা পরিস্কার বলে দিতে চাই- আপনারা দ্রুত আওয়ামী দোসরদের বিচার করুন। নইলে শিক্ষার্থীরাই বিচার করতে বাধ্য হবেন।’
ইবি শাখা ছাত্রশিবিরের ছাত্র অধিকার বিষয়ক সম্পাদক মো. জাকারিয়া বলেন, ‘আমরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি। দ্রুত হত্যাকারীদের বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধ করার পাশাপাশি জুলাই বিপ্লবের সনদ সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে।’
খেলাফতে ছাত্র মজলিস ইবি শাখার সভাপতি সাদেক আহমেদ বলেন, ‘ছাত্ররা আন্দোলন শুরু করেছে। এর শেষ নাই। আপনারা যদি আমাদেরকে দুর্বল মনে করে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করেন তাহলে প্রতিহত করতে প্রস্তুত আছি।’
ইবি শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘ইন্টেরিমের যেমন স্বদিচ্ছার অভাব আছে। ঠিক তেমনি কিছু দলেরও রয়েছে। আওয়ী লীগ যতক্ষণ না নিষিদ্ধ হচ্ছে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব।’
ভিওডি বাংলা/ডিআর
চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলায় ড্যাফোডিলের ‘স্কিল্ড জেনারেশন’ কর্মসূচি
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (ডিআইপিটিআই) ও হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট …

রেমিয়ানস অ্যাসোসিয়েশন বাকৃবির নেতৃত্বে মুর্তুজা ও সাকিব
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অধ্যয়নরত ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের প্রাক্তন …

ডাকসুতে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র …
