• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দুপুরের সমাবেশ ঘিরে যমুনার আশপাশে বাড়তি সতর্কতা

   ৯ মে ২০২৫, ০১:১১ পি.এম.
ছবি: সংগৃহীত

 

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ও সমাবেশকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার আশপাশের এলাকায় সতর্কতা বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (৮ মে) রাত থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বাড়ানো হয় যমুনার আশপাশের এলাকা রমনা, মিন্টু রোড, ইন্টারকন্টিনেন্টালের মোড় ও বেইলি রোডে।

সরেজমিনে দেখা যায়, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশে ফোয়ারার সামনে সমাবেশের প্রস্তুতি চলছে। বাড়ছে বিক্ষোভকারীদের আনাগোনা।

আজ শুক্রবার (৯ মে) দুপুর ২টায় শুরু হবে বিক্ষোভ সমাবেশ। সমাবেশ ঘিরে যমুনার আশপাশের এলাকায় সেনাবাহিনী, পুলিশ, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রয়েছেন।

গতকাল রাত থেকেই যমুনার সামনে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে। স্লোগান ওঠে— ‘ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগকে ব্যান করো’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ এবং ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বৃহস্পতিবার রাত একটার দিকে মিছিল নিয়ে যমুনার সামনে যান জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন। তাদের সঙ্গে সেখানে অবস্থান করেন দলটির কেন্দ্রীয় নেতারা।

এসময় নাহিদ ইসলাম বলেন, ‘আমরা সরকারের বাইরে ও ভেতরে সেই দাবি বলেছি। কিন্তু আজকে ৯ মাস পরেও আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য আমাদের আবার রাজপথে নামতে হয়েছে।’

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টি, আপ বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, জুলাই ঐক্য, ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও কওমী মাদরাসার শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

ভিওডি বাংলা/ডিআর

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: নাহিদ ইসলাম
দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: নাহিদ ইসলাম
মেহরিন চৌধুরীর পরিবারকে সমবেদনা জানাল বিএনপি
মেহরিন চৌধুরীর পরিবারকে সমবেদনা জানাল বিএনপি
ভোটকেন্দ্র সংস্কারের চাহিদা চেয়ে প্রাইমারি স্কুলগুলোতে চিঠি
ভোটকেন্দ্র সংস্কারের চাহিদা চেয়ে প্রাইমারি স্কুলগুলোতে চিঠি