• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

পাকিস্তানের সঙ্গে সংঘাত বাড়াতে চায় না ভারত : বিক্রম মিশ্রি

   ৮ মে ২০২৫, ০৯:৪১ পি.এম.

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তান সীমান্তে চলমান সংঘাত আর বাড়াতে চায় না ভারত। বৃহস্পতিবার (৮ মে) এক প্রেস ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এই মন্তব্য করেন। 

তিনি বলেন, পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলা ছিল এই সংঘাতের প্রথম ধাপ। ভারত কেবল সেই হামলার প্রতিক্রিয়াই জানিয়েছে।  

পররাষ্ট্র সচিব বলেন, ভারত কোনো সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানেনি। তাদের অভিযান শুধু পাকিস্তানের অভ্যন্তরে থাকা সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে চালানো হয়েছে। ভারতের এই পদক্ষেপ কোনোভাবেই পরিস্থিতি আরও উত্তপ্ত করার উদ্দেশ্যে নয়, বরং এটা ছিল প্রথম হামলার একটি উপযুক্ত জবাব।

বিক্রম মিশ্রি জানান, ভারত পেহেলগাম হামলার দায় স্বীকারকারী লস্কর-ই-তৈয়্যবার শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) সম্পর্কে জাতিসংঘকে বিস্তারিত জানিয়েছে। এমনকি যখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই হামলা নিয়ে আলোচনা চলছিল তখনও পাকিস্তান টিআরএফের ভূমিকার বিরোধিতা করেছিল। অথচ এই সংগঠনটি দুবার হামলার দায় স্বীকার করেছে।

এছাড়াও পররাষ্ট্র সচিব পাকিস্তান কর্তৃক নিরপেক্ষ তদন্তের প্রস্তাবকে লোক দেখানো পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। তিনি অতীতের বিভিন্ন ঘটনা ও পাকিস্তানি নেতাদের বক্তব্য তুলে ধরে বলেন, বৈশ্বিক সন্ত্রাসের কেন্দ্র হিসেবে পাকিস্তানের খ্যাতি সর্বজনবিদিত। তিনি আরও অভিযোগ করেন, পাকিস্তান বরাবরই সন্ত্রাসবিরোধী তদন্তে বাধা দিয়েছে।

সূত্র: এনডিটিভি

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকিস্তানের জাহাজে হামলা চালালো ইসরায়েল
পাকিস্তানের জাহাজে হামলা চালালো ইসরায়েল
দুর্নীতির অভিযোগে প্রমাণ চাইলো নেপালের সাবেক প্রধানমন্ত্রী
দুর্নীতির অভিযোগে প্রমাণ চাইলো নেপালের সাবেক প্রধানমন্ত্রী
তামিলনাড়ুতে বিজয়ের জনসভায় পদদলন, নিহত অন্তত ২০
তামিলনাড়ুতে বিজয়ের জনসভায় পদদলন, নিহত অন্তত ২০