ঠাকুরগাঁও সীমান্তে
ভারত থেকে আসা ১০ অনুপ্রবেশকারী আটক


ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দশ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৮ মে) সকালে হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের চাপসা বিওপি সীমান্তে ভারত থেকে আসার পথে তাদের আটক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হরিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মন্ডল।
বিজিবি ও স্থানীয়দের বরাত দিয়ে হরিপুর থানা পুলিশের ওসি মোহাম্মদ জাকারিয়া মন্ডল জানায়, আজ সকালে সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ১০ জনকে আটক করেছে বিজিবি। সকলেই বাংলাদেশি নাগরিক। তারা নিতান্তই গরিব মানুষ, কাজের জন্যই ভারত গিয়েছিল। বিজিবির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
আটকরা হলেন, দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার বেলবাস গ্রামের প্রকিত চন্দ্র রায়ের ছেলে নয়ন চন্দ্র রায় (২৪), বিরল উপজেলার ফুলবাড়িহাট আটগজোরিয়া এলাকার মোজাম্মেল হকের ছেলে সালমান (৪০), বোচাগঞ্জ উপজেলার রামনগড় এলাকার মৃত সদেত্র চন্দ্র রায়ের ছেলে পরিবেশ চন্দ্র (২০), বিরল উপজেলার সারসংদিয়া এলাকার মৃত মহিল উদ্দিনের ছেলে তমিজ উদ্দিন (৫০), সেতাবগঞ্জ উপজেলার নাড়ইল এলাকার হাবিল উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (২৬), বিরল উপজেলার মানিকপাড়া এলাকার মফিজ উদ্দিনের ছেলে সোহেল (২৯), বোচাগঞ্জ উপজেলার তেতরা গ্রামের মেহেরাব আলীর ছেলে মুসলিম আলী (২৬), একই উপজেলার হাটমাদবপুর এলাকার মৃত নীল কমল সরকারের ছেলে স্বপন চন্দ্র সরকার (২০), সেতাবগঞ্জ উপজেলার ভাবির মোড় এলাকার আবেদ আলীর ছেলে আফজাল হোসেন ও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বিষেন চন্দ্রের ছেলে সমেস (২২)।
এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মেদের জানান, ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করায় ১০ জনকে আটক করা হয় বলে আমি খবর পেয়েছি। তবে এটা আমার এরিয়ার মধ্যে পড়ে না। এটা বিজিবি ৪২ দিনাজপুর ক্যাম্পে পড়েছে। তবে এ ঘটনায় দিনাজপুর বিজিবির সঙ্গে যোগাযোগ করা হলে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ভিওডি বাংলা/এম
তাড়াশে সরকারি রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কাঁটাবাড়ি গ্রামে সরকারি রাস্তা দখল করে ভবন …

রাজশাহী নগরীর সড়কে ঝলমলে আলো, পাড়া-মহল্লা অন্ধকার
গত আগস্ট ২০২৪ গণঅভ্যুথানের পর রাজশাহী সিটি কর্পোরেশনের কার্যক্রম স্থবির …

ঢাকা-বরিশাল মহাসড়কের ৪৭ কিলোমিটার অংশ ঝুঁকিপূর্ণ
ঢাকা-বরিশাল মহাসড়কে প্রতিদিন প্রায় ২০ হাজার যানবাহন চলাচল করে। অথচ, …
