• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

এটিএম আজহারের আপিল ‍শুনানি শুরু

   ৮ মে ২০২৫, ১২:২১ পি.এম.

আদালত প্রতিবেদক: 

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক নেতা এটিএম আজহারুল ইসলাম খালাস পাবেন কি না সে বিষয়ে আপিলের শুনানি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে শুনানি শুরু হয়। আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির শুনানি শুরু করেন। এটিএম আজাহারের বিরুদ্ধে ৬ নম্বর চার্জ শুনানি করা হচ্ছে। 

আজকের শুনানির মাধ্যমে আদালত সিদ্ধান্ত নিতে পারেন—তিনি খালাস পাবেন, না আগের ফাঁসির রায়ই বহাল থাকবে।

সর্বোচ্চ আদালতের আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ, যার নেতৃত্বে রয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ, এই শুনানি করবেন। আদালতের কার্যতালিকায় মামলাটি প্রথমে রাখা ছিল । পরে আপিল বিভাগ সাবলিমেন্টারি কার্যতালিকা তৈরি করে এটি ৭ নম্বর সিরিয়ালে রাখা হয়।

এর আগে, গত ৬ মে মামলাটির প্রথম ধাপের শুনানি অনুষ্ঠিত হয়। আসামিপক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী শিশির মনির। শুনানির শুরুতে তিনি মামলার সারসংক্ষেপ আদালতের সামনে উপস্থাপন করেন।

এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের রায় দেন। এরপর তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করেন। দীর্ঘ প্রক্রিয়ার পর ২০১৯ সালের ৩১ অক্টোবর আপিল বিভাগ তার ফাঁসির রায় বহাল রাখে।

তবে ২০২০ সালের ১৯ জুলাই তিনি রিভিউ আবেদন করেন। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি আদালত তার আবেদন গ্রহণ করে পূর্ণাঙ্গ আপিলের সুযোগ দেন। এরপর ২২ এপ্রিল শুনানির দিন ধার্য করা হয় এবং এক সপ্তাহের মধ্যে আসামিপক্ষকে সারসংক্ষেপ জমা দিতে বলা হয়। রাষ্ট্রপক্ষকে পরে তাদের জবাব জমা দিতে নির্দেশ দেন আদালত।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার পথে: প্রধান বিচারপতি
পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার পথে: প্রধান বিচারপতি
ইনুকে ২৯ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
ইনুকে ২৯ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
এস আলম সাইফুলসহ ২ ভাইকে গ্রেপ্তারের নোটিশ জারি
এস আলম সাইফুলসহ ২ ভাইকে গ্রেপ্তারের নোটিশ জারি