মায়ের শোকে ওমর সানীর সাদামাটা জন্মদিন


বিনোদন প্রতিবেদক
জনপ্রিয় অভিনেতা ওমর সানীর ৫৭তম জন্মদিন কাটছে আয়োজনহীন-সাদামাটা। মঙ্গলবার (৬ মে) ৫৭ বছর পূর্ণ করলেন এই নায়ক। তবে বিশেষ দিনটি ঘিরে কোনো আয়োজন রাখেন না। কারণ এই মাসেই চিরবিদায় নিয়েছেন তার প্রিয় মা। তাই এই নায়কের জন্য দিনটি যেমন আনন্দের, তেমনি বেদনার!
জন্মদিন উপলক্ষ্যে ওমর সানী বলেন, “আজ আমার জন্মদিন। এই দিনে আমাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। এই দিনেই আমি পৃথিবীতে এসেছি। দিনটি আমার জন্য অনেক আনন্দের আবার অনেক কষ্টের। কারণ এই মাসেই আমার মা মারা গেছেন। তাই এই মাসটা আমার কষ্টের, এ কারণেই আমি কোনো আয়োজন রাখি না।”
তবে জন্মদিনে নিজের রেস্তোরাঁয় স্টাফদের সৌজন্যে কেক কাটবেন বলে জানিয়েছেন এই নায়ক। পাশাপাশি সম্প্রতি একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন, সেখানেও উপস্থিত হবেন।
ভিওডি বাংলা/ডিআর
‘সুড়ঙ্গ ২’-শুটিংয়ের আগে নিশোর হাঁটুর অস্ত্রোপচার প্রয়োজন
জনপ্রিয় অভিনেতা আফরান নিশো বড় পর্দায় আত্মপ্রকাশ করেন নির্মাতা রায়হান …

ভক্তদের চোখে ‘বার্বি ডল’ রোজা আহমেদ
দেশীয় শোবিজ অঙ্গনের অন্যতম গ্ল্যামারাস মুখ রোজা আহমেদ। পেশায় মেকআপ …
