• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ মিছিল

   ৫ মে ২০২৫, ১১:৪৫ এ.এম.

ইবি প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর উপর সন্ত্রাসী  হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইবি শাখা ।

রোববার (৪ মে) ১০ টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে একটি মিছিল বের করে তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডায়না চত্বরে সমবেত হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।

এসময় তারা “গাড়ির ভিতর হামলা কেন, ইন্টেরিম জবাব চাই ; আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ; ইসকনের কালো হাত, ভেঙে দাও পুড়িয়ে দাও; জেগেছেরে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে; ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর, যুব লীগ নো মোর, ছাত্রলীগ নো মের” ইত্যাদি স্লোগান দেয়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, ‘আজকের ঘটনা হত্যা করার উদ্যেশ্যে ঘটিয়েছে। একেক এক করে তিন বার হামলা হয়েছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কেনো ব্যবস্থা নেয়নি। এদের বিচার না করায় স্বৈরাচার হয়ে ওঠেছে। এটা ভারতের এজেন্ডা বাস্তবায়নের প্রেসক্রিপশন ছাড়া আর কিছুই না। এরকম হত্যাকাণ্ড নতুন নয়, এটা অনেক আগের কৌশল। যারা দেশপ্রেমের কথা বলে তাদের এভাবে পরিকল্পিত হত্যা কা হয়েছে। ছাত্র সমাজ জেগে আছে।সুতরাং আপনারা ঘুমন্ত ভাববেন না। যতদিন পর্যন্ত আমাদের হৃদয়ে ভারত বিরোধী মনোভাব কিংবা আওয়ামী দোসরদের বিরুদ্ধে কথা বলবো ততদিন আমাদের দমিয়ে রাখার জন্য পাঁয়তারা করে যাচ্ছে। দ্রুত সন্ত্রাসীদের শাস্তির আওতায় আনার জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি।’

তারা আরও বলেন, ‘শুধু ইকোনমি বাড়িয়ে লাভ নাই, কারণ দুদিন পর এগুলো লুট হয়ে যাবে। কারণ গণহত্যাকারীদের এখনও বিচার করেননি। আওয়ামী লীগ নিষিদ্ধ না করে ইকোনমি বৃদ্ধি করে লাভ নাই। আওয়ামী লীগ নিষিদ্ধ এবং ছাত্রলীগের বিচারের দাবি জানান তারা।’

ইবি শাখা সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘জুলাই অভুত্থানের অগ্রনায়ক হাসনাত আবদুল্লাহর উপর সন্ত্রাসী  হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। একটি দল বা গোষ্ঠীর আওয়ামী লীগের নিষিদ্ধের কথা উঠলে হিংসা হয়। আমরা যখন গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগ ও তাদের  দোসরদের বিচারের কথা বলছি, ঠিক একই সময়ে এক শ্রেণির লোক যারা আমাদের আন্দোলনের সাথে ছিল, আমাদের অংশীদার কিন্তু তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে নাই। যদি তারা 
গণহত্যা বিচার নিশ্চিতের জন্য জোর দাবি করে তাহলে তারা হয়তো ভোটে হেরে যেতে পারে।

তিনি আরো বলেন,  যতদিন না গণহত্যার বিচার হবে, বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। 
আজকে হাসনাতের ওপর যে হামলা হয়েছে, কালকে তো আমাদের উপর বা আপনার উপর হামলা হতে পারে। হাসনাতের উপর যারা হামলা  করেছে অনতিবিলম্বে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। এদেরকে যদি কঠোর হাতে দমন করতে না পারে, তাহলে বিপ্লবীরা যদি এভাবে মার খায় তাহলে জুলাই বিপ্লব আমাদের হাত ছাড়া হয়ে যাবে। সে জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’, 

প্রসঙ্গত, রোববার সন্ধ্যায় গাজীপুর চান্দনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটে। 

ভিওডি বাংলা/মো. সামিউল ইসলাম/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা কলেজের নর্থ হলে লাইট-ফ্যান উপহার দিল ছাত্রদল
ঢাকা কলেজের নর্থ হলে লাইট-ফ্যান উপহার দিল ছাত্রদল
ইবিতে ছাত্রশিবিরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
ইবিতে ছাত্রশিবিরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
ওয়ার্ল্ড ট্যুরিজম ডে উপলক্ষে ইবিতে বৃক্ষরোপণ কর্মসূচি
ওয়ার্ল্ড ট্যুরিজম ডে উপলক্ষে ইবিতে বৃক্ষরোপণ কর্মসূচি