প্রস্তুত ফিরোজা
আজ ঢাকার উদ্দেশে লন্ডন ছাড়বেন খালেদা জিয়া


নিজস্ব প্রতিবেদক:
চার মাস পর ঢাকার উদ্দেশে আজ সোমবার (৫ মে) লন্ডন ছাড়ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে যুক্তরাজ্য সময় বিকেল ৪টা ১০ মিনিটে ও বাংলাদেশ সময় রাত ৯টা ১০ মিনিটে রওনা দেবেন তিনি।
সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ ও মেডিকেল বোর্ডের সদস্যসহ ৯ জন। এরইমধ্যে ধোয়ামোছা শেষে প্রস্তুত করা হয়েছে গুলশানের বাসা ফিরোজা।
বিএনপি সূত্র জানায়, লন্ডন ক্লিনিকে চিকিৎসা ও পরিবারের সাহচার্যে শারিরীক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে বেগম খালেদা জিয়ার। চার মাস পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন।
এরইমধ্যে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে বেগম জিয়ার পরিবার ও বিএনপি। গুলশানের বাসা ফিরোজা করা হয়েছে ধোয়ামোছা। মসক নিধন থেকে জেনারেটর ও এসি সার্ভিসিংও সম্পন্ন হয়েছে। নতুন করে রঙ করা হয়েছে বেগম জিয়ার ব্যবহৃত নিশান প্যাট্রল গাড়িটি। লাগানো হয়েছে বুলেটপ্রুফ গ্লাস।
এদিকে, বেগম খালেদা জিয়ার সঙ্গে ১৭ বছর পর দেশে ফিরছেন বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। ঢাকা ফিরে ধানমন্ডির পৈত্রিক বাসায় উঠবেন তিনি। জিয়া পরিবারের সদস্য হওয়ায় জুবাইদার নিরাপত্তায় পুলিশের মহাপরিদর্শকের কাছে আবেদন করেছে বিএনপি।
কাতারের রয়াল এয়ার অ্যাম্বুলেন্সে করেই মঙ্গলবার (৬ মে) সকালে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন। দেশে ফেরার পর রাস্তার দুপাশে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে দলীয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে বেগম জিয়ার নিরাপত্তায় সহযোগিতার জন্য আইনশৃঙ্খলার বাহিনীর সঙ্গে বৈঠকও করেছেন বিএনপির শীর্ষ নেতারা।
উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী। ৮ জানুয়ারি যুক্তরাজ্যে পৌঁছালে ছেলে তারেক রহমান ও পরিবারের সদস্যরা তাকে স্বাগত জানান। বিমানবন্দর থেকে সরাসরি দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি হন বেগম জিয়া। ১৭ দিন হাসপাতালে ভর্তি থাকার পর ছেলের বাসায় ওঠেন তিনি। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধায়নে সেখানে থেকেই চিকিৎসা নেন বিএনপি চেয়ারপারসন।
ভিওডি বাংলা/এম
দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকারের …

মেহরিন চৌধুরীর পরিবারকে সমবেদনা জানাল বিএনপি
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত …

এক বাক্সে ভোট দেওয়ার সিদ্ধান্তে একমত ইসলামী দলগুলো
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী দলগুলো একটি বাক্সেই ভোট দেবে—এমন …
