• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া

   ৪ মে ২০২৫, ১২:৪৫ পি.এম.

আদালত প্রতিবেদক: 

আলোচিত আইনজীবী ও সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া বলে নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার সিডনির ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস (ইউএনএসডব্লিউ)।

রোববার (৪ মে) সকালে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে এই সংক্রান্ত নথি দাখিল করেছে।

রাষ্ট্রপক্ষের তথ্য অনুযায়ী, ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস ইমেইলের মাধ্যমে জানিয়েছে যে তুরিন আফরোজ তাদের বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি সম্পন্ন করেননি।

রাষ্ট্রপক্ষ আরও জানায়, বিশ্ববিদ্যালয়টিতে চিঠি পাঠিয়ে তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রির নথি চাওয়া হয়েছিল। জবাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরাসরি জানিয়েছে, এই সংক্রান্ত কোনো নথি তাদের কাছে নেই এবং তুরিন আফরোজ নামে কোনো শিক্ষার্থী তাদের বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডিও করেননি।

এর আগে, আপিল বিভাগে একটি বাড়ি সংক্রান্ত মামলার শুনানিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক তুরিন আফরোজের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর থাকাকালীন ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তোলেন।

তিনি বলেন, তুরিন আফরোজ প্রভাবশালী থাকাকালে তার মাকে উত্তরাস্থ বাড়ি থেকে বের করে দিয়েছিলেন এবং ওই বাড়িতে তার মায়ের বসবাসের নির্দেশনা চান।

উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি হাইকোর্ট রাজধানীর উত্তরায় অবস্থিত পাঁচতলা বাড়িতে তুরিন আফরোজের মা শামসুন্নাহার বেগম ও ভাই শিশির আহমেদ শাহনেওয়াজ আহমেদের বসবাস নিয়ে বিচারিক আদালতের স্থিতাবস্থার আদেশ বাতিল করেন।

এর ফলে তাদের ওই বাড়িতে বসবাসের ক্ষেত্রে আর কোনো আইনি বাধা নেই বলে আইনজীবীরা জানান। বিচারপতি মো. সেলিমের একক হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে এই রায় দেন।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার পথে: প্রধান বিচারপতি
পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার পথে: প্রধান বিচারপতি
ইনুকে ২৯ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
ইনুকে ২৯ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
এস আলম সাইফুলসহ ২ ভাইকে গ্রেপ্তারের নোটিশ জারি
এস আলম সাইফুলসহ ২ ভাইকে গ্রেপ্তারের নোটিশ জারি