বগুড়া
শ্রমিক লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ


বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে কার্যকরী সভাপতি পদপ্রার্থী আনোয়ার হোসেনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার (৩ মে) বিকালে সাড়ে ৫টার দিকে চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।
আনোয়ার হোসেন বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং জেলা যুবলীগের সাবেক সহসভাপতি আমিনুল ইসলামের চাচা। আমিনুল ইসলাম বর্তমানে একাধিক হত্যা মামলার আসামি হিসেবে আত্মগোপনে আছেন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, আনোয়ার হোসেনকে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনী কার্যালয় থেকে আটক করে পুলিশ পিকআপে তুলছিল। এ সময় তার সমর্থকেরা পুলিশ সদস্যদের ঘিরে ফেলেন এবং পরে তাকে ছিনিয়ে নিয়ে যান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে।
শ্রমিকদের দাবি, আনোয়ারের বিরুদ্ধে কোনো মামলা নেই। কিছু ‘শিক্ষার্থী’ পরিচয় দেওয়া লোকের চাপে পুলিশ তাকে আটক করে। পরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ সেখান থেকে সরে যায়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মঈনুদ্দিন বলেন, মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনের মামলার অভিযোগ রয়েছে। এ কারণে নজরুল ইসলাম নামের একজন প্রার্থীকে গ্রেপ্তার করা হয়। আনোয়ার হোসেনের বিষয়ে খোঁজ নিতে গেলে শ্রমিকেরা তাকে পুলিশের কাছ থেকে নিয়ে যান। পরে দেখা গেছে, তার বিরুদ্ধে বর্তমানে কোনো সক্রিয় মামলা নেই। ২০২১ সালে একটি বিস্ফোরক মামলা থাকলেও সেই মামলায় তিনি জামিনে আছেন।
ভিওডি বাংলা/এম
অটোরিকশায় মিলল ১০ কেজি গাঁজা, গ্রেপ্তার ২
পলাশবাড়ী উপজেলায় একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ১০ কেজি গাঁজা জব্দ …

আরআই পুলিশ লাইন্স জাফর মোল্লাকে অবসরজনিত বিদায় সংবর্ধনা
“আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করি ” এই প্রতিপাদ্যকে …

ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই কৃষক পরিবারের সর্বস্ব পুড়ে ছাই …
