• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কিশোরগঞ্জ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা বহিষ্কার

   ৪ মে ২০২৫, ১০:২৬ এ.এম.

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ

কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (৩ মে) দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বহিষ্কারাদেশের একটি চিঠি পাওয়া যায়। চিঠিতে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মোঃ ইকরাম হোসেন ও সদস্য সচিব মোঃ ফয়সাল প্রিন্সের সাক্ষারযুক্ত সীল রয়েছে।

চিঠিতে লেখা রয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার “সিনিয়র যুগ্ম আহ্বায়ক” মামুন মিয়া ও “সংগঠক” রিয়াদ আহমেদ উল্লাস এর বিরুদ্ধে সাংগঠনিক নীতি আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমের সুনির্দিষ্ট অভিযোগ এবং তথ্য প্রমাণের ভিত্তিতে তাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সকল কার্যক্রম থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। তাদের কোন প্রকার কর্মকান্ডের দায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখা বহন করিবে না।

চিঠি ও বহিষ্কারাদেশের সত্যতা নিশ্চিত করে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব ফয়সাল প্রিন্স বলেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক নীতি বহির্ভূত তথ্য প্রমাণ পেয়েছি। এই কারণে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কার করা হয়েছে। এমন কি অপরাধ/কারণ রয়েছে যার জন্য বহিষ্কার করা হয়েছে? এই গুলো ইন্টারনাল বিষয়, সংগঠনের সুনাম রক্ষার্থে কারণ গুলো বলতে পারছি না।

ভিওডি বাংলা/মোঃ ওমর সিদ্দিক রবিন/এম  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হৃদরোগে আক্রান্ত জামায়াত আমিরকে বাইপাস সার্জারির পরামর্শ
হৃদরোগে আক্রান্ত জামায়াত আমিরকে বাইপাস সার্জারির পরামর্শ
আইনি ভিত্তি ছাড়া ‘জুলাই সনদে’ স্বাক্ষর নয়: আখতার হোসেন
আইনি ভিত্তি ছাড়া ‘জুলাই সনদে’ স্বাক্ষর নয়: আখতার হোসেন
স্ত্রীর স্মৃতিচারণে যেমন ছিলেন শফিউল বারী বাবু
স্ত্রীর স্মৃতিচারণে যেমন ছিলেন শফিউল বারী বাবু