• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘বিএনপি ও জামায়াতকে আ.লীগ ইস্যুতে অবস্থান স্পষ্ট করতে হবে’

   ২ মে ২০২৫, ০৬:৪০ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, দলটির বিচার না করা এ দেশের মানুষের সঙ্গে তামাশার শামিল। কারণ তাদের রাজনৈতিক দল হওয়ার কোনো বৈশিষ্ট্য নেই।

শুক্রবার (২ এপ্রিল) বিকালে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

হান্নান মাসউদ বলেন, আওয়ামী লীগের বিচার না করা এ দেশের মানুষের সঙ্গে তামাশার শামিল। রাজনৈতিক দল হওয়ার কোনো বৈশিষ্ট্য আওয়ামী লীগের নেই।

এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক বলেন, আওয়ামী লীগ রাজনীতি করবে কি-না এমন সিদ্ধান্ত সরকার বা রাজনৈতিক দলগুলো নেবে না। শহীদ পরিবার এই সিদ্ধান্ত নেবে। এজন্য বিএনপি এবং জামায়াতকে আওয়ামী লীগের ব্যাপারে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে’, যোগ করেন এনসিপির এ নেতা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এনসিপির জুলাই পদযাত্রা সমাপ্ত
এনসিপির জুলাই পদযাত্রা সমাপ্ত
দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: নাহিদ ইসলাম
দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: নাহিদ ইসলাম
মেহরিন চৌধুরীর পরিবারকে সমবেদনা জানাল বিএনপি
মেহরিন চৌধুরীর পরিবারকে সমবেদনা জানাল বিএনপি