• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এককভাবে জাতীয় নির্বাচনে অংশ নেবে গণঅধিকার পরিষদ

   ১ মে ২০২৫, ০৮:৫৫ পি.এম.
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

গণঅধিকার পরিষদ আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো দলের সঙ্গে জোট না করে এককভাবে অংশ নেবে বলে জানিয়েছেন সংগঠনটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

বৃহস্পতিবার গণঅধিকার পরিষদের পক্ষ থেকে সাংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

আবু হানিফ বলেন,‘গণঅধিকার পরিষদ বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকলেও নির্বাচনী জোটের বিষয়ে কোনো আলোচনা হয়নি। এমনকি সবশেষ বিএনপির সঙ্গে বৈঠকটিও যুগপৎ আন্দোলনের বৈঠকের ধারাবাহিকতার অংশ ছিল। গণঅধিকার পরিষদ পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছে ৩০০ আসনে এককভাবে নির্বাচন করবে। তবে নির্বাচনের আগ মুহূর্তে যদি কোনো জোটে যায় কিংবা গণঅধিকার পরিষদের নেতৃত্বে কোনো জোট গঠন হয় সে বিষয়টিও দলীয় ফোরামে আলোচনা করে দলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এদিকে দুয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে আবু হানিফ বলেছেন, ‘ওই সংবাদে গণঅধিকার পরিষদের কোনো বক্তব্য নেওয়া হয়নি। তাতে বলা হয়েছে, পটুয়াখালি-৩ আসনে গণ‌অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সঙ্গে সমঝোতা‌ হয়েছে। আমরা মনে করি, এতে বিভ্রান্তি ছড়াতে পারে। ফলে অন্য কোনো নিউজে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ রইল। পাশাপাশি সাংবাদিকদের প্রতি তিনি অনুরোধ, গণঅধিকার পরিষদের জোট কিংবা আসন ভাগাভাগির কোনো সংবাদ প্রকাশের আগে যেন দলের বক্তব্য নেওয়া হয়।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বৈরাচার আওয়ামী লীগ সব দখল করে নিয়েছিল- আবদুস সালাম
স্বৈরাচার আওয়ামী লীগ সব দখল করে নিয়েছিল- আবদুস সালাম
দেশের জনগণের সঙ্গে শিগগিরই সরাসরি দেখা হবে: তারেক রহমান
দেশের জনগণের সঙ্গে শিগগিরই সরাসরি দেখা হবে: তারেক রহমান
ফ্যাসিস্টের মধ্যে কোনো অনুশোচনা নেই : সালাহউদ্দিন
ফ্যাসিস্টের মধ্যে কোনো অনুশোচনা নেই : সালাহউদ্দিন